আমাদের কথা খুঁজে নিন

   

প্যানডোরার বাক্সের দ্বিতীয় কাহিনী

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি প্যানডোরাকে নিয়ে আরেকটি কাহিনী আছে যেখানে সে মানুষের দুঃখযন্ত্রনার উত্‍স । সেটি অশুভ প্রকৃতির কারনে নয় বরং তার কৌতুহলের কারনে পৃথিবীতে সব অশুভ ঘটনার জন্ম হয় । ঘটনাটি এরকম । দেবতারা প্যানডোরাকে একটি বাক্স দিলেন যার ভেতর মানুষের জন্য ক্ষতিকর সমস্ত জিনিস বন্ধ করা আছে । তারা প্যানডোরাকে বাক্সটি খুলতে নিষেধ করে দিলেন ।

এরপর তাকে পাঠালেন এপিমিথিউসের কাছে । এপিমিথিউস সানন্দে গ্রহন করলেন প্যান্ডোরাকে,যদিও প্রমিথিউস তাকে সাবধান করে দিয়েছিলেন জিউসের কোনো উপহার গ্রহন না করতে । প্যানডোরাকে গ্রহন করার পর বুঝলো কী ধ্বংসাত্মক জিনিস এই নারী,এবংতার ভাই প্রমিথিউসের উপদেশ ছিল কতটা যথার্থ । কারন সকল নারীর মতোই ,প্যানডোরার ছিল অদম্য কৌতূহল । ঐ বাক্সের মধ্যে কী আছে তা না জানা পর্যন্ত তার শান্তি হচ্ছিল না ।

একদিন সে খুলে ফেললো বাক্সটার ডালা সঙ্গেসঙ্গে ভেতর থেকে বেরিয়ে এলো অগনিত রোগব্যাধী ,দুঃখ কষ্ট ,মানুষের জন্য অনিষ্টকর সব বস্তু । এতে ভয় পেয়ে বাক্সটির ডাকনা বন্ধ করে দিল প্যানডোরা । কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে । ঐ বক্সটার মধ্যে একটা জিনিস ভালো তা হলো আশা ,অসংখ্য অশুভ জিনিসের মধ্যে একমাত্র ভালো জিনিস ,যা আজ পর্যন্ত মানুষের জন্য দুঃখের মধ্যে সেই একমাত্র সান্ত্বনা । এরপর মরনশীল মানুষ এবং প্রমিথিউস বুঝেছিল জিউসকে টেক্কা কিংবা ধোকা দেওয়া অসম্ভব ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।