আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি দীর্ঘকাল ধরে অন্তত সুখী স্বর্নযুগের কালে কেবল পুরুষই ছিল পৃথিবীতে, কোনো নারী ছিল না । জিউস পরবর্তীতে নারীদের সৃষ্টি করেন,অনেকটা মানুষের প্রতি প্রমিথিউসের পক্ষপাত লক্ষ্য করে ক্রুদ্ধ হয়ে । প্রমিথিউস শুধু আগুন চুরি করেননি মানুষের জন্য ,তিনি এমন ব্যাবস্থা করেন যাতে যজ্ঞের উত্সর্গকৃত ভালো অংশটা মানুষ পায় এবং দেবতারা পায় খারাপ অংশ । প্রমিথিউস একটা বিরাট ষাড় কেটে ভালো মাংসের অংশগুলো চামড়ায় জড়িয়ে লুকিয়ে রাখেন । আরো কৌশল করে কিছু নাড়িভূড়ি ছড়িয়ে রাখেন উপরে ।
অন্যদিকে হাড্ডিগুলো এক জায়গায় করে চালাকি করে কিছু চর্বি উপরে রেখে সেগুলোকে আলাদা করে রাখেন । এরপর জিউসকে আহ্বান করেন বেছে নিতেঃ জিউস বেছে নিলেন চর্বিযুক্ত অংশ । যখন দেখলেন তাকে ঠকিয়ে সব হাড্ডি দেয়া হয়েছে তিনি প্রচন্ড রেগে যান । কিন্তু তিনি তা বেছে নিয়েছেন এবং তাকে তা মানতেই হবে । অতঃপর দেবতাদের পুজাবেদীতে শুধু হাড় এবং চর্বি পোড়ানো হয় ভালো মাংসগুলো মানুষ তাদের নিজেদের ভক্ষনের জন্য রেখে দেয় ।
কিন্তু দেবতাদের এবং মানুষের পিতা জিউস এই অপমান সহ্য করতে পারলেন না । তিনি শপথ করলেন এর প্রতিশোধ নেবেন প্রথমে মানবজাতির উপরে এবং পরে মানবজাতির বন্ধু প্রমিথিউসের উপর । এরপর তিনি বানালেন মানব জাতির জন্য চরম অশুভ একটি বস্তু,একটি মধুর এবং দৃষ্টিনন্দন জিনিস লজ্জাবতী কুমারীর আদলে । সমস্ত দেবতারা তাকে নানা পোষাকে,অলংকারে ভরিয়ে তুললেন । মুখের চারদিকে ঝালর দেয়া ঘোমটা রুপালী পোষাকে তাক এমন ভাবে সাজিয়ে তুললেন যে তার থেকে চোখ ফেরানো অসম্ভব ।
বিশাল ফুলের মালা তার গলায় আর মাথায় সোনার মুকুট । নানা উপহারে তাকে সাজানো হয়েছে বলে নাম হলো প্যানডোরা । যার অর্থ সকলের উপহার । এই সুন্দর্যময় সংহারমুর্তী বানানোর পর জিউস তাকে বাইরে আনলেন। দেবকুল,মানবকুল তাকে দেখে বিস্ময়াভিভূত হয়ে পড়ল ।
তিনিই প্রথম মানবী যার কাছ থেকে এসেছে নারী জাতি ,যারা পুরুষের জন্য অশুভ,যাদের প্রকৃতিই হলো অমঙ্গল ঘটানো ।
*প্যানডোরার বক্স নিয়ে আরেকটা কাহিনী আছে যা পরের পর্ব যদি লিখি তাহলে তুলে ধরবো । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।