আমাদের কথা খুঁজে নিন

   

বার্সিলোনা : ফুটবল ক্লাবকে ছাড়িয়ে একটি স্বপ্নের জন্মের ইতিহাস , এবং সেইসাথে কিছু তথ্য (A post dedicated to Barcelona fans)

হতেও পারে আজকের দিনে এমন লোক খুব কম পাওয়া যাবে যারা বার্সিলোনার খেলা পছন্দ করে না । হয়তো প্রতিদ্বন্দ্বিতার খাতিরে অনেকেই অনেক কিছু বলে , কিন্তু যারা ফুটবল ভালোবাসে তাদের বার্সিলোনার খেলা অবশ্যই ভালো লাগবে। স্প্যানিশ এই ক্লাবটির জন্মের হয়েছিলো ১৮৯৯ সালে , যদিও এই ক্লাবটির মূল প্রতিষ্ঠাতা ছিলেন একজন সুইস নাগরিক । Joan Gamper সুইস ব্যবসায়ী Joan Gamper এবং তার ১০ জন বন্ধু ((Gualteri Wild, Lluís d'Ossó, Bartomeu Terrados, Otto Kunzle, Otto Maier, Enric Ducal, Pere Cabot, Carles Pujol, Josep Llobet, John Parsons and William Parsons) ১৮৮৯ সালের ২৯শে নভেম্বর ক্লাবটি প্রতিষ্ঠা করে। জোয়ান নিজেও একজন ফুটবলার ছিলেন ,তিনি Fc Basel এর অধিনায়ক ছিলেন ।

১৮৯৮ সালে তিনি ভ্রমনের জন্য স্পেনের বার্সিলোনায় যান। ১৮৯৯ সালের ২২ শে অক্টোবর তিনি বার্সিলোনার একটি স্থানীয় পত্রিকায় ফুটবল ক্লাব গঠনের বিজ্ঞাপন দেন। পরবর্তীতে ১১ জন ঐ বিজ্ঞপ্তিতে সাড়া দেয় , এবং জন্ম হয় আজকের বার্সিলোনা ফুটবল দলের। বার্সার প্রথম দল বার্সার প্রথম লোগো প্রথম জার্সি Gualteri Wild হন ক্লাবের সর্বপ্রথম প্রেসিডেন্ট এবং জোয়ান গ্যাম্পার হন সর্বপ্রথম অধিনায়ক ১ম শিরোপাঃ ক্লাব গঠনের অল্প সময়ের মধ্যে ক্লাবটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে । ১৯০২ সালে বার্সিলোনা তাদের প্রথম শিরোপা Copa Macaya অর্জন করে , এবং একই সাথে Copa del Rey এর ফাইনালে ওঠে।

১ম নিজস্ব স্টেডিয়ামঃ ১৯০৮ সালে Joan Gamper ক্লাবটির প্রেসিডেন্ট হন । তিনি এমন একসময় প্রসিডেন্ট হন যখন ক্লাবটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলো। তিনি ক্লাবকে এই সংকট থেকে উত্তরন করেন । এবং ক্লাবের আয় বাড়ানোর জন্য ১৯০৯ সালে ক্লাবের নিজস্ব প্রথম স্টেডিয়াম Camp de la Indústria তৈরী করে , প্রাথমিক অবস্থায় স্টেডিয়ামের ধারন ক্ষমতা ছিলো ৬০০০। নিজস্ব নতুন স্টেডিয়ামের মাধ্যমে বার্সা Pyrenees Cup এ অংশগ্রহন করে , ঐ সময়ে সেরা দল গুলো ঐ কাপে অংশ নিত।

১৯১০ থেকে ১৯১৩ পর্যন্ত বার্সা টানা ৪ বার এই কাপটা জিতে নেয়। ঠিক এই সময়ে ক্লাবটি তাদের অফিসিয়াল ভাষা Castilian থেকে Catalan এ পরিবর্তন করে । ক্রমেই ক্লাবটি কাতালানদের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে(বার্সিলোনা শহরের স্থানীয় অধীবাসীদের কাতালান বলা হয়। ) নতুন স্টেডিয়াম Les Corts বার্সার চেয়ারম্যান জোয়ান ক্যাম্পার সবসময় ক্লাবটির জন্য নতুন সদস্য সংগ্রহের চেস্টা করতেন। তার ঐকান্তিক প্রচেস্টায় এবং সর্বমোট ২২০০০ সমর্থকের সহায়তায় ক্লাবটি তাদের নতুন স্টেডিয়াম Les Corts তৈরী করে , সেই সময়ের তুলনায় মাঠটি অনেক উন্নত ছিলো , এতে একসাথে ৩০০০০ লোক খেলা দেখতে পারতো ।

গ্যাম্পার সর্বপ্রথম ক্লাবটির জন্য একজন ফুল টাইম ম্যানেজারের কথা ভাবতেন , তার সেই চিন্তার ফসল হিসেবে Jack Greenwel কে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন । বলতে গেলে Jack Greenwel ই ছিলো বার্সার প্রথম ম্যানেজার। জোয়ান গ্যাম্পার ১৯৩০ সালে মারা যান , তার মৃত্যুর পরবর্তী ১০ বছর বার্সাকে একটি কঠিন সময়ের মধ্য দিয়ে পার হতে হয়। গৃহযুদ্ধ , বিশ্বযুদ্ধ এবং স্বৈরশাসক ফ্রাঙ্কোঃ ১৯৩৬ সালে যখন স্পেনের সিভিল ওয়ারের সময় বার্সিলোনার কিছু খেলোয়ার Athletic Bilbao এর কিছু খেলোয়ারের সাথে এক হয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে , ফল হিসেবে Josep Sunyol কে সৈন্যদের হাতে নিহত হতে হয় , যে কিনা ঐ সময়ের বার্সার প্রেসিডেন্ট এবং একই সাথে pro-independence দলের সদস্য ছিলেন । তার মৃত্যু কাটালানরা ফুসে ওঠে ।

তার মৃত্যু ছিলো বার্সার একটু নতুন সূচনা এবং একই সাথে কাতালানদের এক নতুন পরিচয়ের সূচনা। ১৯৪০ সালে যখন ফ্রাঙ্কো স্পেনের ক্ষমতায় আসে , তখন সারা দেশে স্প্যানিশ ভাষা বাধ্যতামূলক করা হয় , কাতালান পতাকা নিষিদ্ধ করা হয় । বার্সিলোনার নতুন নাম হয় Club de Fútbol Barcelona। বার্সার লোগো থেকে কাতালান চিহ্ন সরিয়ে ফেলা হয়। সারাদেশে যখন স্প্যানিশ ছাড়া অন্য সব ভাষা নিষিদ্ধ তখন কাতালানরা কেবল মাত্র বার্সার নিজস্ব মাঠে এসেই তাদের নিজ ভাষায় কথা বলতে পারতো।

১৯৪৩ সালে Copa del Generalísimo এর সেমিফাইনালে তাদের চির প্রিতিদ্বন্দী রিয়ায়েল মুখোমুখি হয়। ১ম লেগে বার্সিলোনা নিজেদের মাঠে ৩-০ তে রিয়ালকে হারায় । ফিরিতি লেগে ফ্রাঙ্কোর প্রশাসনের নিরাপত্তা প্রধান আচমকা বার্সার ড্রেসিং রুমে প্রবেশ করে , এবং বলে “তোমরা কেবল ফ্রাঙ্কোর দয়াতেই খেলতে পারছো, এই কথাটা মনে রেখো” । সেই খেলার বার্সা ১১-১ গোলে পরাজিত হয় !!! ফ্রাঙ্কোর মৃত্যুর ঠিক দুই বছর আগ পর্যন্ত বার্সার নাম Club de Fútbol Barcelona ছিলো । ১৯৭৩ সালে বার্সা আবার তাদের পুরনো নামে ফিরে যায় ।

এবং লোগো পরিবর্তন করে। লোগোর বিবর্তন নতুন এবং সর্বশেষ ঠিকান camp nou: 1951-1952 মৌসুমে বার্সা স্পেনের সমস্ত কাপ জিতে নিয়েছিলো , এবং এর পরবর্তী বছরগুলোতেও বার্সার সাফল্য ছিলো ঈর্শ্বনীয় । বার্সার জনপ্রিয়তা দিন দিন বাড়তেই থাকে । বার্সার সমর্থকদের জন্য Les Corts খুব ছোট হয়ে যায়। ১৯৫৭ সালে বার্সার নতুন ঠিকানা হয় camp nou।

এটা এমনই একটা মাঠ বিগত শতকের প্রায় সব বিখ্যাত খেলোয়ারদের (Kubala, Cruyff, Maradona, Schuster, Ronaldo..)পদধূলি রয়েছে। ন্যু ক্যাম্পের প্রথম টিকেট বলতে গেলে এই হচ্ছে সংক্ষেপে বার্সার ইতিহাস । এবার চলুন দেখে নেই বার্সা সম্পর্কে কিছু অন্যরকম তথ্য ১। বার্সা একমাত্র দল যার নিজেদের জার্সিতে কোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য কোন টাকা নেয় বরং দেয়(ইউনিসেফকে প্রতিবছর ১.5 মিলিয়ন ইউরো দিয়ে থাকে) ২। বার্সার সমর্থকদের culés বলা হয় , কাতালান ভাষায় যার অর্থ "ass". এর সঠিক অর্থ বুঝতে ব্লগার রামনের ১৬ নম্বর মন্তব্যটি দেখুন ৩।

বার্সার ডাক নাম blaugrana ,নীল আর মেরুন রঙের সমস্টি জন্য এই নাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।