অভিনন্দন বার্সিলোনা। সারাবছর বার্সার খেলা দেখেছি, জানতাম ওদের সামর্থ সম্পর্কে, এই একই খেলা বার্সা খেলেছিল সেমিফাইনাল ফার্ষ্টলেগ চেলসির বিরূদ্ধে এবং গতবছর সেমি ২ বার ম্যান ইউনাইটেডের বিরূদ্ধে। পার্থক্য হল, তখন গোল হয় নাই, এবার হয়েছে।
মেসি'র সাথে রোনাল্ডো'র তূলনা করাটা ভুল। রোনাল্ডো লাইফটাইমে ২/৩ বার বর্ষসেরা খেলোয়াড় হবে বড়জোড়।
মেসি সর্বকালের সেরাদের সংগে তূলনা হবে।
বাংলা ভাষার ইতিহাসের সাথে বার্সিলোনা মানে ক্যাটালান দের অনেক মিল। ক্যাটালুনিয়া প্রদেশ এর রাজধানী বার্সিলোনা এবং তাদের মাতৃভাষা ক্যাটালান, যেটা স্প্যানিশ থেকে অনেক আলাদা। স্পেন এর ডিক্টেটর জেনারেল ফ্রাংকো এর সময়কালে (২য় বিশ্বঃযুদ্ধ হতে ১৯৭৫ সাল পর্যন্ত) ক্যাটালান নিষিদ্ধ ছিল। ঐসময় এই ভাষায় বই প্রকাশ, জনসম্মুখে আলোচনা, নবাগতদের নামকরন নিষিদ্ধ ছিল।
ক্যাটালান রা শুধুমাত্র ন্যুক্যাম্প (বার্সিলোনা ফুটবলদলের মাঠ ) এ খেলার দিনগলোতে ক্যাটালান গান গাইতে পারত। এই কারনে বার্সিলোনা ফুটবল দলের শ্লোগান হচ্ছে "মোর দেন এ ক্লাব"।
আমি একজন সুখী বার্সা সমর্থক। ইংল্যান্ড প্রচারযন্ত্রের পাল্লায় পরে অনেকেই বার্সাকে আগেই বাতিল করে দিয়েছিল। কিন্তু হারুক বা জিতুক, বার্সা হল বার্সা।
মাথা নিচু করবে না, বিপক্ষদের প্রাপ্য সম্মান দিবে।
বার্সিলোনা, "মোর দেন এ ক্লাব"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।