আমাদের কথা খুঁজে নিন

   

ওরা ব্লগে কি লেখছে না লেখছে তার জন্য তিনটারে গ্রেফতার করলি.… তোর বাপেরা যখন তিন হাজার মন্দির পুড়াইলো,তখন বইয়া রইছিলি কেন???

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... তিন জন ব্লগারকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছে প্রথম আলো, তিনজনই আমার ফ্রেন্ডলিস্টেড, তাদের অন্তত দুইজনের ব্যাপারে নিশ্চিত বলা যায় তারা ধর্ম বিরোধী লেখালিখি করেন না, এদের মধ্যে শুব্রত শুভ সংখ্যালঘুদের অধিকার নিয়ে দীর্ঘদিন লিখে আসছেন। ঢালাও ভাবে জামাত বিরোধী ব্লগারদের নাস্তিকতার ট্যাগ দেয়া হচ্ছে, হুমায়ুন আজাদ কিংবা আহমেদ শরিফের মত ধর্মবিরোধী লোকেরা শুধু খ্যাতিমান ছিল বলেই কি তাদের বিরুদ্ধে তখনকার সরকার কোন ব্যাবস্থা নেয় নি ? এখন শুনতে হচ্ছে মুক্তমনার থেকে আমারব্লগ বেশী ধর্ম বিদ্বেষী, অভিজিৎ রায়ের থেকে শুব্রত বড় নাস্তিক !! ধর্মবিরোধী লেখা থাকলে তা নিয়ে যুক্তি হোক তর্ক হোক এভাবে দমন নীতি কেন ? যুদ্ধাপরাধ নিয়ে যখনই কথা উঠেছে তখনই জামাতের মত প্রতিক্রিয়াশীল সংগঠন গুলো জাত গেল জাত গেল রব তুলেছে। সুফিয়া কামাল কিংবা আহমেদ শরীফদের মত নাস্তিকদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেল জামাতিরা, তখন সরকারে ছিল বি এন পি মানে পরিস্থিতি আমাদের অনুকূলেও ছিল না তারপরেও কিন্তু জাহানারা ইমাম সুফিয়া কামালের সাথে বিমাতা সুলভ আচরণ করেন নি সাইদী জাহানারা ইমামকে বলেছিলেন জাহান্নামের ইমাম তবু জাহানারা ইমাম তোপখানা রোডের বাসায় ৫ ওয়াক্ত নামাজ ঠিকই আদায় করতেন, সাইদীর ট্যাগিং করার জন্যে জাহানারা ইমাম নাস্তিক হয়ে জানিনি কারো মুখের কথায় মানুষ নাস্তিক হয়ে যায় না। ইমাম গাজ্জালি তার সৌভাগ্যের পরশমণি বইতে নাস্তিক শব্দটি ব্যাবহারের বিরোধিতা করেছেন, তিনি বলেছেন কাউকে সরাসরি নাস্তিক বলা উচিত না কারণ অন্তরের কথা একমাত্র আল্লাহ জানেন (সৌভাগ্যের পরশমণি খণ্ড ২) ইমাম আবু হানিফাও ছিলেন নাস্তিক শব্দ ব্যাবহারের ঘোর বিরোধী, কারণ মৃত্যুর আগ পর্যন্ত তার কলিমা পড়ার সুযোগ আছে। মহানবী (সঃ) একজন নাস্তিক কবির কবিতা পছন্দ করতেন বলে মাইকেল এইচ হার্টের প্রবন্ধে উল্ল্যেখ পাওয়া যায় আমার কথা হল নাস্তিকরা আপনার অনুভুতিতে আঘাত দিতে পারে সত্য যেমন আপনি যখন বলেন মূর্তি পূজা হারাম (সূরা মায়েদা ৫:৯০) তখন তা অনেক হিন্দুদের অনুভুতিতে আঘাত দিতে পারে আপনি হয়ত আইনি সাহায্য নিতে পারেন কিন্তু তাকে মেরে ফেলতে পারেন না, ইসলাম কখনই এটাকে স্বীকৃতি দেয় না কথা একটাই ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। বি এন পি যে পথে হাঁটেনি আওয়ামীলীগ যদি সেই পথে হাঁটে তাহলে পরনতি মঙ্গলজনক হবে না কথা হইল ওরা ব্লগে কি লেখছে না লেখছে তার জন্য তিনটারে গ্রেফতার করলি.… তোর বাপেরা যখন তিন হাজার মন্দির পুড়াইলো,তখন বইয়া রইছিলি কেন????জবাব দে এদিকে অবশেষে অনশন ভেঙেছে রুমি স্কোয়াডের আমরণ অনশনরত তরুণেরা, মুক্তিযুদ্ধের সেকেন্ড-ইন-কমান্ড এ. কে. খন্দকার এর উপস্থিতিতে গণজাগরণ মঞ্চের অনুরোধে অনশন থেকে আপাতত সরে এসছে বিপ্লবীরা, এ. কে. খন্দকার একজন প্রকৃত মুক্তিযোদ্ধার মতই বলেছেন দরকার হলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন শুনে বড় ভালো লাগল, কিন্তু এই কথা আপনার এতদিনে কেন মনে হলো ? গত ৬ দিন আপনি কোথায় ছিলেন ? নিলয়দার পালস যে ১৫ মিনিট ধরে পাওয়া যাচ্ছিল না তখন আপনারা কোথায় ছিলেন ? ১৭ বছরের দীপের ভেইন পাওয়া যাচ্ছিল না কোথায় ছিলেন ? ৫ জন কে হাসপাতালে নিতে হল তখন কোথায় ছিলেন ? প্রত্যেক জন অনশনকারীর হাতে শুইয়ের দাগ, কোথায় ছিলেন ? আসলেই আপনারা মানুষের না ভোটের রাজনীতি করেন, আমি শপথ করছি এই জীবনে নৌকা মার্কায় ভোট দেব না ।। সব রাজাকারদের ফাঁসি দিলেও ............ void(1);

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.