রক্ত চাইলে রক্ত নে, রাজাকার মুক্ত বাংলাদেশ দে... আপনারা যদি আজ উইকিপিডিয়াতে কোন কারণে ভিজিট করে থাকেন, তাহলে দেখতে পাবেন সাইটটির উপরের দিকে বলা হয়েছে, "আগামী ২৩ ঘন্টার মধ্যে উইকিপিডিয়ার ইংরেজী সেকশন পুরোপুরি বন্ধ করে দেয়া হবে ২৪ ঘন্টার জন্য "। কারণ হিসেবে বলা হয়েছে আমেরিকার সিনেটে প্রস্তাবিত SOPA & PIPA বিল পাশ হলে মুক্ত বিশ্বকোষ ইউকিপিডিয়ার উপর সরকারের কর্তৃত্ব/নজরদারি চলে আসতে পারে। আপাত দৃষ্টিতে কপিরাইট আইনকে মূলত ঢাল হিসেবে ব্যবহার করা হলেও এটা পরবর্তিতে পুরো ইন্টারনেটের মুক্ত বিশ্বকে অনেকক্ষেত্রেই সংকুচিত করে ফেলবে।
ব্যক্তিগতভাবে আমি এ ব্যাপারে উইকিপিডিয়ার সাথে পুরোপুরি একমত। এই সমর্থনের ধারাবাহিকতায় আমি আমার ব্লগ সাইটে "আমরা SOPA & PIPA কে না বলি" সংবলিত ব্যাকগ্রাউন্ড সংযুক্ত করেছি।
আপনি যদি ব্যক্তিগতভাবে কোন সাইটের অধিকারী হয়ে থাকেন তাহলে আপনি এ ব্যাপারে ভূমিকা রাখতে পারেন। দেশ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে, শুধুমাত্র ইন্টারনেটের ব্যবহারকারী বা অনলাইন বিশ্বের অধিবাসী হিসেবে আসুন আমরা এর প্রতিবাদ জানাই। আমেরিকা এবং আমেরিকার বাইরে থেকেও আসুন আমারা তাদের জানিয়ে দিই, মুক্ত ইন্টারনেটকে প্রভাবিত করতে পারে এমন কোন আইনকে আমরা সমর্থন করিনা। সবার সহযোগিতা কামনা করছি এর পাশাপাশি এ ব্যাপারে সামহয়্যার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।