চোখে ধুলো দিয়ে নিয়ে যাবে তোর শেষ সম্বলখালি কিছুই বলতে পারবিনে তুই ওরে অভাগা, তোরই চোখের সামনে ধর্ষিত হবে মা বোন বা কোন আপনজন কিছুই করতে পারবিনে রে ও নপূংসকদের দল। রাস্তা দিয়ে চলতে পারবিনে গোটা রাস্তাটিই ওরা খেয়ে ফেলবে নদী দিয়ে চলতে পারবিনে গোটা নদীটিই ওরা খেয়ে ফেলবে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াতে পারবিনে তোর বুকের মানিক কে নিমিষেই খেয়ে ফেলবে সব ক্ষুধার্ত হায়নার দল। ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারবিনে লুটে নেবে সেই লুটেরা দল নিজের চোখে তাকাতে পারবিনে চিরচেনা আশপাশে চোখের েজ্যাতিটাই যে ওরা কেড়ে নিবে এখনি, টিভি দেখতে পারবিনে বুঝতেও পারবিনে কোন না কোন ভীনদেশী চালে তোকে মরে থাকার মতো বেচে থাকতে হবে আর ওরা দম্ভ ভরে ঘুরে বেড়াবে এপাশ ওপাশ যদি তুই এখনি না জাগিস যদি তোরা এখনি না লাশ হইশ নিজের বাচার জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।