আমাদের কথা খুঁজে নিন

   

বাচার জন্য বুকে সূর চাই, পেটে চাই ভাত !



দরদী সূর যখন বুকে সূরের বদলে ব্যাথা তুলে তখন বলতেই হয়, ঐ সূরের সাধনা আবেগকে নাড়া দিতে পেরেছে। আশা করি, সকল সূরে মোহিত হয়ে উঠুক এই বাংলা। আজকে দেশের আকাশে ক্রান্তিকালের ললাটে অনেক না জানা প্রশ্ন হাত তুলে দাড়িয়ে আছে। আগামীকালকে সমৃদ্ধ করার জন্য অবশ্যই আমাদের ঐসব অজানাকে জানতে হবে। দেশ কে চালায় জানতএ চাই না, আমি চাই শান্তি! সেই যাই হোক, আমি প্রথমেই জানতে চাই আমার বাচ্চাটার জন্য কাল একমুঠো ভাত ঘরে আনাতে পারব কিনা! বাচ্চাটার দুধের কৌটা আমি কিনতে পারব কিনা। আমার আমার বাচার ন্যূনতম আশা চাই ঐ অজানা প্রশ্নগুলো থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।