অপর্না হালদার বলেছেন: সকল প্রক্রিয়াই দুঃখজনক । বর্তমানে আমরা মেয়েরা এত বোকা কেন বুঝতে পারছি না । আমরা নিজেরা যেন পণ্য হোতেই পছন্দ করি । আমরা ব্যবহার করতে যানি না । প্রতিমুহুর্তে ব্যবহৃত হচ্ছি ।
মেয়েরা মানে আমরা এই নারী জাতিরা কি কখনই ব্যক্তিত্বসম্পন্ন হোতে পারবনা!!!!!!!!!!!!!!!!!!!!
এখনও সময় আছে, একটু সচেতন হোলেই আমরা অনেক কিছু করতে পারবো । আজকালকার ছেলেদের অনেক পরিবর্তন হোচ্ছে....
উৎসাহ দিলেই ছেলেদের নেশাগ্রস্থ করা যায় ।
আশা করি উপরের এই কথাটি কখনোই বাস্তবে পরিনত করবেন না কারন ইহা একটি চরম হিংসাত্বক কথা । কারন এতে আপনার আমার বা কারো কোন ক্ষতি ব্যতিত লাভ হবে না ।
ছেলেরা সেচ্ছায় হাতে চুড়ি পড়ে ।
ছেলেরা সেচ্ছায় গলায় বিদেশী কুত্তার চেইন পড়ে ।
ছেলেরা পোশাক পড়ে দেহ বের করে, অনেক সময় তাদের অন্তবাস বেড় করেই যেন সাচ্ছন্দ বোধ করে ।
আরো অনেক কিছুই করে.... একটু চোখ, কান খোলা রাখলেই দেখতে পাবো ।
আপনার উপরের কথাগুলোর সাথে একমত কারন কিছু কিছু ছেলে এই রকম বাজে মন মানসিকতা সম্পন্ন আর তা তাদের সাথে কিছু দিন চললে বা কথা বলেই বোঝা যায় ।
এ লেখা টুকু কাউকে ছোট করার জন্য লেখা হয়নি ।
শুধুমাত্র নারীদের মুক্তির জন্য, তাদের ঘুড়ে দাড়াতে হবে এই প্রত্যয় যাতে তৈরী হয় তার জন্য লেখা হোল । তারপড়ও যদি এই লেখা পড়ে কোন কষ্ট পান, ছোট বোন হিসেবে, বন্ধু হিসেবে ক্ষমা করে দেবেন । কাউকে আঘাত করা জন্য লেখা হয়নি । আমরা ছেলে মেয়ে যোগ্যতার বিচারে একই, শুধু মাত্র বাহ্যিক দৃষ্টিতে ভিন্ন । ছেলেরা পারলে আমরা যোগ্যতা অর্জন করতে পারবোনা কেন ??????????????????????????????????????????????????
আপনার লেখার জন্য
ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।