আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ ঢাকা মেডিক্যাল

আমার চোখে বর্তমান... গত ৪ দিন ধরে ঢাকা মেডিক্যালে আছি আমার আব্বাকে নিয়ে। জীবনে প্রথমে এভাবে ঢাকা মেডিক্যালে আসা। অনেক কিছু দেখলাম, শিখলাম। আমরা আউটসোর্সিয়ে বিশ্বে ৩ নম্বর। আমাদের শিল্পপতিরা বিভিন্ন খেলাধুলার ইভেন্টে স্পন্সর করেন কোটি কোটি টাকা খরচ করে।

আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দায়িত্বে এসে ৪ বছর পার করেছে ইতিমধ্যে। অথচ আমাদের সবোর্চ্চ মেডিক্যাল, ঢাকা মেডিক্যাল কলেজে কোন কম্পিউটার বেইসড হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম নাই। এখানে প্রতিদিন কয়েক লাখ (আমার অনুমান) লোককে চিকিৎসা সেবা দেয়া হয় পুরোপুরি ম্যানুয়াল সিস্টেমে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইট বালুতে আল্লার বিশেষ রহমত আছে, নইলে এতো লোককে এভাবে চিকিৎসা দেয়া মনে হয় বিশ্বের সেরা অনেক হসপিটালের পক্ষেও সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে এই হসপিটালের উপর অনেক কৃতজ্ঞ।

ইন শা আল্লাহ কখনো সুযোগ হলে এই ঋণ শোধ করার চেষ্টা করব। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।