"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon. Facebookএর বিস্তৃতি তো সবারই জানা। তবে আমরা ভেবে দেখিছি কি এই Facebook আমাদের জীবন থেকে কি পরিমান সময় কেরে নিেচ্ছ? কতটা সময় ব্যয় করেছ? তার ১/২ সময় যদি কোনো Constructiveকাজে ব্যয় করত,দেশ এবং জাতি নিয়ে ভাবত, তাহলে, আমার কি আরো কিছু দুর এগিয়ে যেতাম না? Faceook এ যে কিছু হয় না,তা নয়।তবে প্র্ য়োজনের তুলনায় আমাদের দেয়া সময় টা বেশি হয়ে যাচছে না? এখনFacebook এ এত Fan Page হয়েছে যার Maximum maintain করছে Young Generation. সবাে বুঝতে পারছেন।সতর্ক হতে আমাদের কে যাদের বাসায় ছোট ভাই বোন আছে for their future betterment.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।