আমাদের কথা খুঁজে নিন

   

প্রসংগ : আইনজীবি

সহজ কথা বলতে ভালোবাসি , সহজ পথে চলতে ভালোবাসি

প্রিয় ব্লগার ভাই ও বোনেরা, আমাদের অনেকেরই কেউ না কেউ আইনজীবি পেশায় নিয়োজিত আছেন। তাদের সবার প্রতি যথাবিহীত সম্মান প্রদর্শন করেই প্রশ্ন রাখছি................ আইনজীবি কি নৈতিকতা বিবর্জিত পেশা ? কেননা, যখন কেউ সাকা চৌ, হাজী সেলিম, নাসিরউদ্দিন পিন্টু , নিজামী-মুজাহিদ গং দের পক্ষে সাফাই দেন, তখন এ প্রশ্নের অবতারণা হওয়াটাই স্বাভাবিক। আরেকটা ব্যাপার হলো, আমার যতদুর মনে পড়ে, আমি অতীতে আইনজীবিদের এত দলাদলি দেখিনি। গত সাত/আত বছর ধরে মিডিয়া যখন সরব হলো, তখন আইনজীবিদের দলাদলি ভালো করে চোখে পড়লো। তবে এটার পিছনেও হীন স্বার্থ সিদ্ধির একটা ব্যাপার আছে বলে আমার মনে হয়। খেয়াল করে দেখবেন, জননেত্রী শেখ হাসিনা গ্রেফতার হবার পর প্রথম বারের মতো টিভি তে এক মহিলা আইনজীবিকে খুব সরব দেখলাম। এবারে দেখলাম, উনি নমিনেশন পেয়েছেন। ( সম্মানিত ব্লগারবৃন্দ, দু'টো ঘটনাকে লিংক করুন ) এখন, আপনারাই বলুন সামগ্রিক বিচারে " আইনজীবি কি নৈতিকতা বিবর্জিত পেশা " বলা কি একেবারেই অবান্তর হবে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।