আমাদের কথা খুঁজে নিন

   

টেকিভাইদের হেল্প চাই , আমার হার্ডডিস্কের সব গান আচমকা ভ্যানিশ হয়ে গেছে , এর কারণ কী? কী করব আমি?

টেকি ভাইরা আশা করি আপনার সবাই ভালো আছেন । আজ আচমকাই আমার কম্পু থেকে আমার অধিকাঙশ গান নাই হয়ে গেছে । কিন্তু আমার ৭০ গিগার সব মুভি আছে, সব প্রোগ্রাম আছে । গানটাই কীভাবে নাই হয়ে গেল ? কেউ ডিলিটও করেনি । ডেটা রিকোভারি সফটওয়্যার দিয়েও পেলাম না । আমি ইসেট স্মার্ট সিকিউরিটি ব্যবহার করি যার মেয়াদ শেষ হবে ২০১৭ সালে । এখন আমি কী করব? কারণ আমি হয়ত মুভি দেখি, কিন্তু আমার বাবা সন্ধ্যা,হেমন্ত,লতার গান ছাড়া সময় কাটাতে পারেন না । আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি, কী হলো আমার কম্পুর? ভাইরাস না অন্য কোন কিছুতে সমস্যা হলো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।