থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
প্রথমবারের মত উবুনটু বসিয়েছি কম্পিউটারে।
আমার এই ভারসনটি হল Ubuntu 10.10 - the Maverick Meerkat। এখন তো আর বাংলা লিখতে পারছি না অভ্র-তে।
উবুনটু-তে কি ভাবে অভ্র দিয়ে লেখা যাবে, জানাবেন কি দ্য়া করে?
আর যদি অভ্র ব্যবহার না-ই করা যায়, তা হলে কি ভাবে উবুনটু-তে বাংলা লেখা যাবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।