বেদনার আক্রমণে যখন দৌড়াতে থাকি দিকবেদিক চোখের কর্ণিয়ায় বিচ্ছুরিত হয়না আলো... ঘুমপাখি উড়ে যায় অন্য কোথাও অমোঘ অন্ধকারে... দুখের নিকুজ্ঞে ক্ষণিকের অতিথি হয়ে সুখপাখি যখন এলো সুখছানারা নৃত্য নাচে দিকবেদিক চোখের ক্যামেরায় ভবিষ্যতের দৃশ্য বন্ধী হয় মুহুর্মুহু ঘুমপাখি ও উড়ে যায় অন্য কোথাও নিদ্রাহীন শরীর পড়ে থাকে পুরনো চৌকিতে.... ০৫/০৭/২০১৩, পুর্ব রামপুরা, ঢাকা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।