আমারও পাখি হওয়ার ইচ্ছে ছিলো! সান্তনা গানের কলি আওড়ে কাটিয়েছি গত জীবন। এখন ব্যস্ত জীবনের তিক্ত যাত্রায় অসুখ হওয়ারও সময় নেই। তবুও বছর বছর অন্তরে পুষে রাখি উড়ার ইচ্ছে। বিকেলের খোলা মাঠ কিংবা নদীর পাড়ে দাঁড়ালে পাখিদের ডানা জাপটানোর কসরত দেখি। একাগ্র দৃষ্টিতে পরিমাপ করি তাদের গন্তব্য। ইদানীং ঘুমের মধ্যে উড়ে বেড়াই হাজার হাজার জনপদ। লোভী চোখ দেখি রাজ্যের বিস্ময় নিয়ে। বলদ চড়ানো মাঠ থেকে মেঘের কোল ছুঁয়ে ছন্দের তালে ডানা তুলে দেখি -সুখী মানুষের অভ্যন্তরে অসুখী গদ্যের বসবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।