আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতায় হেটে চলা

আমি অবশ্যই সঠিক পথে হেঁটেছি, যে পথে আমি শত সহস্র মানুষের পেছনে হেঁটেছি। হেটে চলছি গাঁ বেয়ে ঝড়ে যাওয়া শুকনো ঘাম শুকিয়ে যাচ্ছে গড়িয়ে পরবার আগেই। শাফিন, ছোট্ট ছেলে, আমার সাথেই হাটছে, সবে এন্ট্রাস দিয়েছে, চামড়ায় ভাজ পরেনি এখনো তবু, সে সিংহ মূর্তির এক মর্ত পৌরষ বেষে হাটছে আমার পাশে সাড়ে ৭ কেজি রাইফেলটার ভর তার কাঁধ ঝাকিয়ে দিয়েছে, বেশ খানিকটা তবুও হাটছে ১৭ মাইল পথ, বেনাপলের পর থেকে, সে হাটছে, সবাই হাটছি । আমাদের হাটার অপেক্ষায় হাটছে সবাই আর সেই ছোট্ট শাফিন, একাকি, মা হারা, বোন হারা, একাকিত্বে স্বাধীন হতে হাটছে __________মামা (C.M.P) তোর জন্য……  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।