আমাদের কথা খুঁজে নিন

   

ধুম্র পথ ....

সামুর কাছে চির কৃতজ্ঞ ...আমি অবাক নির্বাক হতবাক শতভাগ ... দিকভ্রান্ত পথিকের বেশে , শুধু পথের নেশায় বার বার ছুটে গেছি, পেয়েছি কি পাইনি ভাবিনি । তবু ... অসীম অনন্ত অন্ধকারে, আর আশঙ্কার মাঝে অফুরন্ত আশার ...দীপাবলী জ্বেলেছি আত্ম সর্বস্বতায় ... অবিরত ক্ষরণের জোয়ারে ভেসে গেছে , রাত্রি শেষের দ্বীপশিখা । অতন্দ্রিত শুকতারা আর জোনাকির দল ম্রিয়মান করেছে গাড় অন্ধকারের ঘনত্ব । মুখরিত পাখির কলতানে , স্তব্ধিত হয়েছে রাতের নির্জনতা । কত পথ মিশে গেছে ধূলায় সৃষ্টি হয়েছে নতুন পথের। কত বসন্ত চলে গেছে , নন্দিত হয়েছে সবুজে ঋতু বদলে দুলেছে মন, ভুলেছে যাতন । তবু বার্ধক্য আমার ছায়া শিকারি খাবলে ধরে রুদ্ধ করে আমার গতিপথ। নিভৃতে জ্বলা সময়ের বারুদের গন্ধে , শুকতারা আর জোনাকির দল দিশেহারা । কিন্তু আমার অন্তরাত্মার গহীনে আজ গড়েছি শুধু সত্য আর সুন্দরের প্রতিমা ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.