আমাদের কথা খুঁজে নিন

   

৬টা জোক্স আছে, একটা ১৮+

বাঙ্গালি একাই একশ হতে পারে। কিন্তু একশ বাঙালি কখনও এক হতে পারে না...... মাহাবুব আলম ভায়েরা এই পুষ্ট আমি ৫০ টেকা দিয়া কিনচি, তয় কোন ব্লগার এর থাইকা কিনচি আপনেরা বলেন। বলতে পারলে আপনিও পাবেন ৫০ টেকা। জোক্স নম্বর ১ পরীক্ষার আগের রাতে এক ছাত্র পয়সা দিয়ে টস করতেসে --- যদি শাপলা আসে তাইলে ঘুমায়াযামু যদি মানুষ আসে তাইলে টিভি দেখমু যদি খারায়া থাকে তাইলে গেইমস খেলমু আর যদি পয়সাটা আকাশে ভাসে তাইলে খোদার কসম......সারা রাতপরমু ২। শিক্ষকঃ "আমি তোমারে খুন করবো" এইটার ইংলিশ কি হবে ? . . ছাত্রঃ ইংলিশ এর মায়রে .......... করি।

তুই খালি আমার গায়ে হাত লাগায়া দেখা ! এই হইলো বর্তমান ছাত্রদের অবস্থা! ৩। স্বামীঃ মনে হচ্চে আমি মারা যাব। স্ত্রীঃ তুমি মারা গেলে আমি পাগল হয়ে যাব। স্বামীঃ পাগল হয়ে যাবে?? আবার বিয়ে করবে নাতো?? স্ত্রীঃ জানতো যে পাগলে কিনা করে। ৪।

দেখেন কি ব্রিলিয়ান্ট ছাত্র শিক্ষক: সানি, বলো তো, পানির রসায়নিক সংকেত কি? সানি: H I J K L M N O শিক্ষক: (রেগে গিয়ে) তুমি এ কি বলছো? . . . সানি: স্যার, আপনিই তো গতকাল বললেন, পানির রাসায়নিক সংকেত H 2(to) O! ৫। বলুন তো, চীনের জনসংখ্যা এত বেশী কেন? [প্রায় ১৫০ কোটির উপরে] কারন . . . . . . . চীনের কনডম এ লেখা থাকে, “ মেইড ইন চায়না!! ” ৬। আমি চায়ের কাপে চা দেখি আপনি কি ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড দেখেন?? আমি যেকোনো স্টেজে গান গাইতে পারি আপনে কি কোমা-স্টেজে গান গাইতে পারবেন?? আমি আমার পাসপোর্ট এ পাসপোর্ট সাইজ ফটো লাগাইতে পারি আপনে কি পারবেন স্ট্যাম্প সাইজ ফটো স্ট্যাম্প এ লাগাইতে?? আমি আমার ঠিকানা আপনার মোবাইলে পাঠাইতে পারি আপনি কি পারবেন আপনার মোবাইল আমার ঠিকানাতে পাঠাইতে . . . সবগুলা চেষ্টা করেন কোনটা না হইলে কমপক্ষে মন্তব্যটা তো করেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।