আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক 08 - শিক্ষক বনাম ছাত্র কথপোকথন

হেথায় কিছু লিখব বলে চায় যে আমার মন, নাই বা লেখার থাকল প্রয়োজন!

এক. শিক্ষক : রাজু, বল তো পানির রাসায়নিক সংকেত কি? রাজু : স্যার, H I J K L M N O! শিক্ষক : কানে ধরে দশবার ওঠবস কর। তার আগে বল কোথা থেকে শিখেছ এটা? রাজু : কেন স্যার, আপনিইতো গতকাল বললেন যে পানির সংকেত হচ্ছে এইচ টু ও (H to O)! দুই ভূগোলের ক্লাসে শিক্ষক : রাজু, যাও তো দেয়ালের মানচিত্র থেকে আমেরিকা খুঁজে বের কর তো! রাজু : এই যে স্যার, পেয়েছি। শিক্ষক : হয়েছে। এবার সবুজ, তুমি বলতো আমেরিকা কে আবিষ্কার করেছে? সবুজ : স্যার, রাজু! তিন. শিক্ষক : রাজু, তোমার স্কুলে আসতে এত দেরি হল কেন? রাজু : স্যার, স্কুলের সামনের রাস্তার সাইনবোর্ডটা দেখে। শিক্ষক : কেন? সাইনবোর্ড আবার কি দোষ করল? রাজু : কারণ স্যার, সাইনবোর্ডটাতে লেখা ছিল, "সামনে স্কুল, আস্তে চলুন!" চার. শিক্ষক : রাজু, কুকুরের উপর লেখা তোমার আর আর তোমার ভাইয়ের রচনাটা হুবহু একই হয়েছে। তোমরা কি দেখাদেখি করেছ? রাজু : জ্বি না, স্যার। আসলে আমাদের দুজনের একটাই কুকুর আছে! পাঁচ. শিক্ষক : আচ্ছা রাজু, বলতো যিনি শ্রোতার আগ্রহ না বুঝে ক্রমাগত বকবক করতে থাকেন - এর এক কথায় প্রকাশ কি হবে? রাজু : স্যার, এটার এক কথায় প্রকাশ হবে শিক্ষক! সৌজন্যে - লটস অভ জোকস ডট কম ### এই কৌতুকগুলো যদি আপনাকে হাসাতে ব্যর্থ হয়ে থাকে তবে এগুলো পড়ে দেখতে পারেন। হাসলেও হাসতে পারেন পরাণও খুলিয়া - কৌতুক 07 - একটি কৌতুক + ধাঁধা + আই কিউ টেস্ট কৌতুক 05 (রাজনৈতিক 02) - হাসি ফোটানোর সূত্র কৌতুক 04 - (রাজনৈতিক 01) - আয়কর ফাঁকি কৌতুক 03 - আস্তাগফিরুল্লাহ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।