আমাদের কথা খুঁজে নিন

   

উপপাদ্যের কবিতা

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ ভালোবাসার রক্তক্ষরন হাই হিল ফ্যাশনে -উপপাদ্য ঢেউহীন এক নিরব নদী স্রোত হারিয়েছে তার ঢেউ! উত্তাল ঢেউ সে সম্পদ শুধুই তোমার তুমি কি দেখেছো, ভেবেছো কখনো এ মন সে কি যে চায় আমার একাকীত্ব, নিরব জিবন কখনো কি তোমাকে ভাবায় পৃথিবী আমার নয়, মনে হয় যেনো শুধুই তোমার জন্যে তবে বসবাস হোক এ জিবন-মরন রাত্রী যাপন গভীর অরন্যে সভ্য হতে গিয়ে এই সভ্য নগরী শিক্ষা দিলো কতো যে অসভ্যতা সারা পৃথিবী সভ্য হলেও, আমি নই এ আমার নিজস্ব ব্যার্থতা তুমিও সভ্য, পৃথিবীর মতো উত্তাল ঢেউ তোমার সংস্কৃতি হাই হিল ফ্যাশনে নাচো অভিযোগ নাই। শুধু.... থু থু দিওনা এ নিরব নদীর প্রতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।