আমাদের কথা খুঁজে নিন

   

উপপাদ্যের কবিতা ০৩

বিচ্যুত যৌবনে জোছনা আমায় করেছে উম্মাদ উপপাদ্যের কবিতা ০৩ কতটা স্বাধীন হলে মুক্তির স্বাধ পাও বলো আর যদি স্বাধীনতা আঘাত হানে তোমার সম্ভ্রমে লুটপাট করে তোমার শরম হানা দেয় রাতের কৃষ্ণ আঁধারে আরো কৃষ্ণ ছুরি তার পরে বলো বিশ্বাসের কি কোন মূল্য থাকে তুমি কি কারো ভেতরটা দ্যাখো স্ফটিকের মতো, উজ্জ্বল অথবা কৃষ্ণবর্ণের কি ক্রীড়ায় মত্ত তাদের যৌবন চিক চিক করলেই সোনা হয়না তাই আমাকে নয় নিজেই সাবধান হও রমনী সাবধান হওয়াই উত্তম বিশ্বাস ভঙ্গের পরই কি কেবল বলবে আততায়ীরা এসেছিলো গতরাতে নিথর দেহে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।