শিক্ষা গ্রহনের চেষ্টা চলছে বাসে ড্রাইভার নাই
গ্রামের এক দম্পতি শহরে এসে একটা দুই-তলা বাসের দোতলায় উঠল। স্বামীটি কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে স্ত্রীকে বলল, এই নাম। এই বাসে ড্রাইভার নাই।
ওজনের জন্য চিন্তা
বইয়ের দোকানে ঢুকে এক ভদ্রলোক কিছু বই চাইলেন।
: কী রকম বই চান, বলুন।
হালকা কিছু?
: না, না, ওজনের জন্য আপনি মোটেই চিন্তা করবেন না। আমার সাথে গাড়ি আছে।
নিশানা
এক শৌখিন জ্যোতির্বিদ গ্রামে বেড়াতে গেছেন। রাতে ধানখেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপটা বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছেন। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন উৎসুক গ্রামবাসী।
তিনি টেলিস্কোপে চোখ রেখে দেখছেন, এমন সময় একটা তারা খসে পড়ল। সঙ্গে সঙ্গে বিপুল করতালি গ্রামবাসীর, ‘নিশানাটা দেখছ, কেমনে গুল্লিটা করল?’
পিটাইল মাগার ফাটল না
টেবিল টেনিস প্রতিযোগিতায় এলাকায় একজন পয়সাওয়াল কিন্তু মূর্খ লোককে সভাপতি করা হল। খেলা শেষে সভাপতির ভাষণ দিতে দিয়ে তিনি বললেন- ‘দুই দলের খেলাই দেখলাম ভালো লাগল, মাগার দুই দলের কেউরেই আমি ধন্যবাদ আমি ধন্যবাদ দিমু না। ধন্যবাদ দিমু হেই মুরগিডারে যার ডিমডারে দুই দলে এই পিটাইল মাগার ফাটল না। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।