mamun.press@gmail.com আবদুল্লাহ আল-মামুন দাগনভূঞা (ফেনী)
দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের কৈখালী সেতুটি অবশেষে নির্মিত হচ্ছে। দুই কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকার দরপত্রে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ এটির নির্মাণকাজ পেয়েছে। ৭২ মিটার দৈর্ঘ ও ৫ দশমিক ৫ মিটার প্রসে'র সেতুটির পাশে বিকল্প পথ করে কাজের সূচনা করা হয়েছে। এর আগে সেতুটির বেহাল দশা নিয়ে নয়া দিগন্তে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের ছোট ফেনী নদীর ওপর কৈখালী আলতু মিঞা জীর্ণ সেতুটি ভোগাচ্ছিল দাগনভূঞা ও চৌদ্দগ্রামবাসীকে।
এটি মরণ ফাঁদে পরিণত হয়েছিল।
এলাকাবাসী জানান, কৈখালী সেতুটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এতে করে উপজেলা সড়কের সাথে এসব গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা প্রশাসনের অর্থায়নে সেতুটি মেরামত করা হলে দুই-তিন বছরের মাথায় পিলারসহ ছাদ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। দাগনভূঞার সীমান-বর্তী বিচ্ছিন্ন জনপদের মানুষ ঝুঁকি নিয়ে এই সেতুর ওপর দিয়ে দীর্ঘ দিন চলাচল করে আসছে।
এটির ওপর দিয়ে যানবাহন চলা তো দূরের কথা, হেঁটে পারাপার ও দুরূহ হয়ে পড়েছিল।
স'ানীয় অধিবাসী সাইফুল ইসলাম জানান, সেতুটি ভাঙার পর থেকে ছোট বড় ২০টি দুর্ঘটনা ঘটে। এ ছাড়া ওই সেতু দিয়ে চলাচলকারী দু’টি উপজেলার চার ইউনিয়নের ৬৩টি গ্রামের প্রায় ৪০ হাজার লোকের যাতায়াত ও ব্যবসায়-বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছিল।
উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, সেতুটির নির্মাণকাজ শুরু হয়েছে। যথাসময়ে নির্মাণকাজ শেষ করা গেলে ওই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি জানান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।