বারবার চোখ আটকে যাচ্ছিল একটা ছবিতে। সুপার কাপের সেরা ফুটবলার মোবারককে আলাদা করে ডেকে কথা বলছেন লোডভিক ডি ক্রুইফ।
কিন্তু বাংলাদেশ দল নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর প্রথম দিনেই তা হয়ে উঠল একটা প্রতীকী ছবি। দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়ে দিলেন ডাচ কোচ। কাল সকালে ঢাকায় নেমেই বিকেলে সাফ ক্যাম্পে নিজের প্রথম সেশনে মোবারককে ডেকে দিলেন কিছু টিপস।
কোচের কাছে জানতে চাইলে বললেন, ‘এটা তেমন কিছু নয়। এমনি তারা যাতে ভালো বোধ করে আমার অনুশীলনে, সেটাই বললাম। ’ জানা গেল, রাইট উইং দিয়ে মোবারক যখন দৌড়ান, অনেক সময় তাঁর মাথা একটু নিচু থাকে। এ ব্যাপারে প্রয়োজনীয় উপদেশ দিয়েছেন।
এটা দেখে জাহিদ হোসেনের ভালো লাগার কথা নয়।
তিনিও রাইট উইঙ্গার। এখন মোবারক যদি তাঁর জন্য হুমকি হয়ে দাঁড়ান! অনুশীলন শেষে এক সাংবাদিকের কাছে জাহিদ জানতে চাইলেন, মোবারককে কোচ কী বলেছেন? এটা জানার জন্য তাঁর কৌতূহলের শেষ ছিল না।
হালকা চোট থাকায় জাহিদ ক্যাম্পে আলাদা অনুশীলন করছেন। কাল বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাহিদ-মোবারক প্রতিদ্বন্দ্বিতার বিষয়টা বেশ উপভোগ করছিলেন উপস্থিত অনেকেই। রসিকতা করে অনেকে বলছিলেন, মোবারক চিন্তার কারণ হতে পারেন খেয়ালি ফুটবলার জাহিদের জন্য।
কিছুদিন আগেও বাংলাদেশ দলে প্রতিদ্বন্দ্বিতার অভাব ছিল। পারফর্ম না করেও অনেক খেলোয়াড়ই বছরের পর বছর নামের জোরে খেলে এসেছেন। তবে পরিস্থিতি পাল্টাচ্ছে। একই পজিশনে জায়গা পাওয়ার দাবিদার অনেকে। জাহিদের জন্য প্রচ্ছন্ন হুমকি হয়ে আসা মোবারক সেটারই প্রমাণ বলা যায়।
প্রথম অনুশীলনে ডি ক্রুইফকে ক্রস, পাস ও শুটিংয়ের ওপর বেশি জোর দিতে দেখা গেল। শুটিংয়ে দুর্বলতা দেখেই কি প্রথম দিন থেকেই এটা নিয়ে কাজ করছেন? ক্রুইফ বললেন, ‘দুর্বলতা বলব না। তবে ভালো শুটিংয়ের অনুশীলনটা দরকার। এটা ফুটবলের গুরুত্বপূর্ণ বিষয়। নেতিবাচকভাবে দেখার কিছু নেই।
’
১-১১ সেপ্টেম্বরে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় অষ্টম সাফ ফুটবলে আটঘাট বেঁধেই নামতে চান নতুন কোচ। দলে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হলে সেটি তো কোচের জন্যই ভালো। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।