বড় সাধ ছিল... সাধ নামেই জন্মাবো কুয়েটে গতপরশু একুশে হলের বার্ষিক ফিস্ট নিয়ে শুরু হওয়া সংঘাত, মারামারি, ছাত্র শিক্ষকের হাসপাতাল ভর্তি ও পরিশেষে হল ভ্যাকান্ট - ইত্যাদি নিয়ে সঠিক চিত্র সবার কাছে সম্যক পরিষ্কার নয়। কিছু গুজব, কিছু রটনা কিছু বাস্তব ঘটনা আর কিছু ধামাচাপা দেবার চেষ্টা - সবই ভাসজে খবরে, কাগজে, নেটে, ফেসবুকে আর সামুতে। আমি নিজে কুয়েটে সেসময় ছিলাম না বটে, তারপরও বিশ্বাসযোগ্য মাধ্যম থেকে বিভিন্ন কিছুর সত্যতা নিরূপনের চেষ্টা করেছি। যদিও ঘটনার আকস্মিকতায় সবাই সব কিছু জানতে ও জানাতে পারে নি, তাছাড়া সাধারণ ছাত্রদের প্রাণের ভয়েতেও সরে যেতে হয়েছে। এসব কিছু নিয়ে গতকাল মাঝরাতে আমি আমার নিজস্ব ব্লগ সাধুবচনে ১টি লেখা প্রকাশ করি, যা অনেকেই ইতঃমধ্যে পড়েছে বা পড়ছে... কেউ কেউ লেখাটি সামুতেও রিপোস্ট করতে বললো। তবে একই লেখা বেশি জায়গায় না রাখা আমার ব্যক্তিগত প্রিফারেন্স বিধায় এখানে পুরোটা রিপোস্ট না করে শুধু লিঙ্ক দিচ্ছিঃ কুয়েটে ভোজউৎসব, রণক্ষেত্র – রটনা, ঘটনা পড়ে দেখতে পারেন। এছাড়া তাবাসসুম জাহানের নিয়মিত আপডেট ও কুয়েট ডেইলি নিউজ এও চোখ রাখতে পারেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।