আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রজীবনের কলংক যে সময়গুলো-১

অপ্রয়োজনে অনেক কথা বলে যাই, কিন্তু বলা হয়না আরো অনেক বেশী কথা- অনেক আপন মানুষদেরকে। তাইতো, এই খোলা চিঠি। হয়তো কারোর চোখে পরবে কোনদিন, যখন আমি থাকবোনা..... মদীনা মার্কেটে রাগীব আলী মাডিকেলের ছেলেদের সাথে মারামারিতে- বিবিএ'র শুভ ছেলেটা গুলি খায়। পরদিন মেডিকেলে গিয়ে এক বিশস্ত সূত্রে খবর পেলাম - "ছেলেটার পেটে যে গুলিটা পাওয়া গেছে - তা পুলিশের না"। খবরটা পাবার সাথে সাথে কেন জানি মনে হলো ""ক" স্যারকে জানানো দরকার"।

পরদিন খবর এলো ও মারা গেছে, ঢাকায়। যখন সংবাদটা এলো আন্দোলন তখন "উপাচার্যের অপসারন সহ , অন্য আরো ডালপালা ছড়িয়েছে"- সরে গেছে মূল "শুভ" থেকে। স্যারকে আবার অনুরোধ করলাম প্রেসসহ ব্যাপারটার তদন্তের জন্য। উত্তরটা ছিল- আমি দেখব। আজ অবধি কোনো কলামে আমি তার উল্লেখ পাইনি।

বুয়েটের ছাত্রীটা (দুঃখিত, নামটা মনে নেই) গুলি খেয়ে মারা গেলেও শান্তি একটাই -ওকে নিয়ে কেও রাজনীতি করেনি, নিজের উদ্দেশ্য হাসিল করেনি, বিচার হয়েছিল। শুভ- হয়েছে কেবল ওর ছেড়ে যাওয়া হতভাগ্য সহপাঠীদের "৩ মাস - অনির্দিষ্টকালের বন্ধের কারন"। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।