অনেক আগে "নায়ক" নামে একটা হিন্দী মুভি দেখেছিলাম, যেখানে নায়ক অনিল কাপুর টিভি রিপোর্টার, প্রধানমন্ত্রীর (অমরেশ পুরী) সাক্ষাৎকার নেবার সময় দেশের অরাজকতা নিয়ে প্রশ্নের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সেই চ্যালেঞ্জ গ্রহন করে অনিল কাপুর একদিনের জন্য প্রধানমন্ত্রী হয়। তারপরের কাহিনী শুধুই এক নিঃশ্বাসে দেখে যাওয়া! জানি সিনেমা আর বাস্তব এক নয়, কিন্তু স্বপ্ন দেখতে দোষ কোথায়! বর্তমানে বাংলাদেশের যে অবস্থা চলছে, এছাড়া আর উপায় ও দেখছিনা। ধরুন, আপনি কোনভাবে একদিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। একজন প্রধানমন্ত্রী হিসাবে তখন আপনি কোন দিকগুলিতে আগে নজর দিবেন বা কোন কাজগুলি আগে করা উচিত বলে মনে করেন??? *বিশেষ ঘোষনাঃ সবচেয়ে ভাল উত্তরদাতা একদিনের জন্য প্রধানমন্ত্রী হবার সুযোগ পাবেন! ***দয়া করে অশ্লীল ভাষা ব্যবহার থেকে বিরত থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।