আমাদের কথা খুঁজে নিন

   

জনরায় মেনে নেব: আজমত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান। ভোট দেওয়ার পর তিনি বলেন, ‘জনগণের রায় আমি অবনত মস্তকে মেনে নেব। ’
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল আটটা থেকে ভোট নেওয়া শুরু হয়েছে। সকালে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডে লিটল ফ্লাওয়ার স্কুলে ভোট দেন আজমত উল্লা খান।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে আজমত উল্লা খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘জয়-পরাজয় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন।

তবে একটি কথা আছে, ভয়েস অব দ্য পিপল ইজ ভয়েস অব দ্য গড। জনগণের রায় আমি অবনত মস্তকে মেনে নেব। ’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আজমত উল্লা বলেন, ‘উত্সবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ’
নির্বাচনে ক্ষমতাসীন দল ভোট ডাকাতির পরিকল্পনা করেছে—১৮-দলীয় জোট সমর্থিত প্রার্থী এম এ মান্নানের এমন অভিযোগের জবাবে আজমত উল্লা অভিযোগ করেন, ‘এটা ওঁনার (মান্নান) অভ্যাস। তিনি সব সময় নেতিবাচক কথা বলেন।


আজমত উল্লা আরও অভিযোগ করেন, ‘তাঁর (মান্নান) দুর্নীতির কথা গাজীপুরের জনগণ ঘরে ঘরে জেনে গেছে। এ কারণে উনি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তাঁর এত দুর্নীতি ছিল যে, একানব্বইয়ের পর থেকে জনগণ তাঁকে প্রত্যাখ্যান করেছে। ’
জনগণ কেন তাঁকে ভোট দেবে—এমন প্রশ্নের জবাবে আজমত উল্লা বলেন, ‘আমি জনগণকে ভালোবাসি। জনগণও আমাকে ভালোবাসে।

এ কারণে তাঁরা আমাকে ভোট দেবে। ’
নির্বাচনে ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খান লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। আর ১৮-দলীয় জোট-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের প্রতীক টেলিভিশন।
গাজীপুর সিটি করপোরেশন গঠিত হয় গত ৭ জানুয়ারি। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় ২২ মে।

প্রথমবারের মতো এ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.