গুচ্ছ ছড়া আমীনুল ইসলাম বুলবুল ১, কেয়ামত কেয়ামত কেয়ামত আসছে । পৃথিবী টা ধ্বংসের কাঁপুনিটা কাপছে । ২, নদী নালা খাল বিল শুকিয়ে তো কাঠ । চৌচির ফেটে যায় ফসলের মাঠ । ৩, রোজ রোজ গৃহিণীর উনুন টা জ্বলে না । ফসলের মাঠে আজ ফসল তো ফলে না । ৪, মানবতা হেরে যায় নফসের বারনে । দয়া দান হয় নাকো মানবিক কারনে ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।