আমাদের কথা খুঁজে নিন

   

আমীনুল ইসলাম বুলবুল এর ছড়া

পৃথিবীর রং আমীনুল ইসলাম বুলবুল আজব এই দুনিয়া আজগুবি রং । মানুষেরা অকারনে সেজে থাকে সং । সময় টা বয়ে যায় আপনার গতিতে । অলসেরা থেমে থাকে কারনের যতিতে । জীবনের পথ চলা উচু নিচু বন্ধুর ।

বসে থেকে ক্ষেয়ে যায় হিমালয় সিন্ধুর । গতিবেগ পাল্টে পৃথিবী টা বুড়ো হয় । জীবনের সব কাল অবশেষে জোরো হয় । দু হাত উচু করে মাঙ্গ ভিক্ষ পথিকে । পথ হারা পথ পাবে চল যদি সঠিকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।