আমাদের কথা খুঁজে নিন

   

হাতি উৎসব , হাতি উৎসব , হাতি উৎসব

ধুসর এই পৃথিবীতে আমি প্রতিনিয়ত স্বপ্ন খুজে বেড়াই নেপালের ছিটওয়ান জেলার সৌরাহা গ্রাম এখন পর্যটকে পরিপূর্ণ। দেশি-বিদেশি দর্শনার্থীদের ভিড়ে এখন কানায় কানায় পূর্ণ ওই গ্রামের প্রতিটি হোটেল আর রিসোর্ট। সবাই সেখানে ভিড় জমিযেছে হাতি উৎসবে অংশ নিতে, হাতি দৌড় উপভোগ করতে। প্রতি বছরের মতো এ বছরও নেপালের ওই ছোট্ট গ্রামে আয়োজন করা হয়েছে বিশাল হাতি উৎসবের। তাই সেই উৎসবের বদৌলতেই এখন সৌরাহা গ্রামের হোটেল ব্যবসা একদম চাঙা।

সৌরাহার রিজিওনাল হোটেল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শঙ্কর সানজু জানান, গ্রামের প্রতিটি হোটেল এখন পর‌্যটকে ভরা। সোমবার শুরু হতে যাচ্ছে এই হাতি উৎসব, এজন্যই এতো ভিড়। তিনি জানান, এই গ্রামে বর্তমানে এক হাজারেরও বেশি দেশি-বিদেশি পর্যটক অবস্থপান করছেন। হাতি উৎসব এবং আন্তর্জাতিক হাতি দৌড়ে অংশ নিতে বড়দিনের শুরু হতে না হতেই পর্যটকরা এসে এই গ্রামে খুঁটি গাড়ে। উৎসব এবং হাতি দৌড়ের আয়োজকরা জানান, হাতি দেড়ৈ ছাড়াও এই উৎসবে আরো থাকবে হাতির ফুটবল খেলা, হাতিদের সৌন্দর্য্য প্রতিযোগী।

এ বছর নেপালের হাতির ১০টি টিম এই উৎসবে অংশ নেবে। এছাড়াও বৃটেন, চীন, জার্মান এবং ব্রাজিল থেকেও হাতি আসতে পারে এই উৎসবে। এদিকে অনুষ্ঠানের আয়োজক নারায়ণ ভাট্টারিয়া জানান, একটি আকর্ষণীয় হাতির র‌্যালির মধ্য দিয়ে সেমাবার শুরু হবে এই হাতি উৎসব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।