facebook.com/almamun.sohag ভাই রে, প্রতিবছর ডিসেম্বরের একত্রিশ তারিখ রাইত, আদেখলা বাঙালি বানায় থার্টিফার্স্ট নাইট। রাইত বারোটার পরে এইদিন কারো থাকেনা হুশ, যে যার মত ফূর্তি করে খাইয়া রঙিন জুস। কেউ থাকে আধাখোলা, কেউ বা থাকে পুরা, ছুড়ি বুড়ি সবাই নাচে সঙ্গে জুয়ান বুড়া। কত গাড়ি ভাঙ্গাচোরা হয় যে এই রাতে! কত নারী আপন ছেড়ে পরকে ডাকে কাছে। থার্টিফার্স্ট নাইট, কেউ করছে ফাইট, কেউ বা আবার নেশা কইরা রাস্তার পাশে কাইত। ঝিকিমিকি আলো জ্বলে ক্লাব পার্টিতে, কত খালাম্মার মাইয়া নাচে টাইট জিন্স পরে। হাতে থাকে নেশার গ্লাস মুখে উল্লালা, হাইহিল পরে খোঁজে টাটা-বিরালা। ডিসকো-ফিসকো বনানী, গুলশান, বারিধারায়, পুংটা পোলা নাচে কত মহল্লা-পাড়ায়। কে দেশি? কে বিদেশি? বোঝা বড় দায়! 'একদিন বাঙালি ছিলাম ' মনে পইড়া যায়। গানটি শুনতে অথবা ডাউনলোড করতে ক্লিক করুন রেডিও ইজি ২৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।