নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে ছাত্রলীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ভোটকেন্দ্রের দখল নেয় এবং প্রায় আড়াই ঘণ্টা সেখানে বিএনপি সমর্থিত মেয়রপ্রার্থী মান্নানের পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের লাইনে দাঁড়ানো নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ১৮ দল সমর্থিত এমএ মান্নানের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় রফিক নামের এক ছাত্রদলকর্মী আহত হয়েছেন। আহত রফিককে গাজীপুর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রিজাইডিং অফিসার মতিয়ার রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জয় বাংলা Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।