আমাদের কথা খুঁজে নিন

   

১৯৭১ গজিপুরের জয়দেবপুর হতে ২০১৩ ঢাকার শাহবাগ মোড়

হ য ব র ল ১৯৭১ গাজীপুরের জয়দেবপুরে প্রথম বাঙালি জেগে উঠে স্বাধীনতা পূর্ব গণজাগরণে তখন হাতের দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পরে পাকিস্তানী ভারী ট্যাংক আর তৎকালীন আধুনিক অস্ত্রের বিরুদ্ধে । আক্রোশে ফেটে পরে তৎকালীন যত যন্ত্রণা বাঞ্ছনা আর বিদেশি নিস্পসনের বিরুদ্ধে । এক সময় এই গনজাগরনের মাঝে হারতে বাধ্য হয় হানাদার বাহিনী কিন্তু শেষ হয়না রাতের আধার । স্বাধীনতা পরবর্তী দেশীয় দলাদলি আর না পাওয়ার পাহার সমান নিরাশায় ওষ্ঠাগত হতে থাকে এদেশের মানুসের প্রান , বিদেশি স্বার্থবাদি মহল সর্বদাই জেগে থাকে লুটপাটের আশায়, এদেশের মানুষের কষ্টার্জিত শ্রম সুলভে বিক্রি হতে থাকে,পরে থাকে শুধু সেই নিস্পেশিত বঞ্চনা । ২০১৩ ঢাকা শাহবাগ মোড়ে যেন আবার ঘুরে দারিএছে যেন সেই নিষ্পেষিত মানুষের রক্ত ,যার উত্তাপে জেগে উঠেছে আবার পুরো জাতি । যেখানে আজ তাদের কোন রাজনৈতিক মতাদর্শ নেই, যেখানে আজ উচুনিচু সকল বিভেদ ভুলে আজ সবাই এক জাতিতে পরিণত হয়েছে। আজ আবার দেখবে এই পৃথিবী তৃতীয় বিশ্বের এই নির্যাতিত নিপীড়িত দেশটির যত দলাদলি আর উচু-নিচু ভেদাভেদ ভুলে আবার একত্রিত হয়ে গাওয়ার শব্দ “আমরা করব জয় একদিন...”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।