আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না!!!??? কার সম্পত্তি মুক্তিযুদ্ধ???

বাম দালালেরাও (মুক্তিযদ্ধের সময় যে পিকিংপন্থীরা রাজাকারি করছে, চীন সরাসরি বাংলার বিরুদ্ধে ছিল, আর পাকিস্তানকে সহযোগিতা করে) কইতাছে মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না! আমলীগের দালালেরাও (নতুন আমলীগ) কইতাছে মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না! ভিমরি পাট্টিও (বাংলাদেশী জাতীয়তাবাদ উত্থান দিয়া যারা বাংলার অন্য জাতিসত্ত্বার গোয়া মারা শুরু করছিল) কইতাছে মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না! আবার আম-স্তরের বুলশিটগুলাও (কথিত বাবরি দাড়ি লুঙ্গি পড়া টকশো করা মঞ্চসহ নানান পদ্ধতিতে নিজেরে প্রগতিশীল করার দাবি যারা করতেছে) কইতাছে মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না! তাইলে মুক্তিযুদ্ধ কার সম্পত্তি? ভাইসব, একটা বিষয় স্পষ্ট মনে রাইখেন- চলমান পরিস্থিতিতে তাহারাই মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না কারও বাপের সম্পত্তি না কইরে কইরে যেসব আওয়াজ তুলতেছে তাহারা এবং তাহাদের পূর্বজন্মের প্রত্যেকেই ৭১-এ (এবং এমনকি ২০১৩তে এসেও) এই বাংলার ঘোর বিরোধী। তাহারা *মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না* বইলা আওয়াজ তুললেও কখনো কয় না *মুক্তিযুদ্ধ বাংলার আপামর জনতার সম্পত্তি*আমার সম্পত্তি*! এর অর্জন রক্ষা করতে আমি নিবেদিত প্রাণ*** খুব খেয়ালে কখনও এরা এসব বলে নাই। তাইলে আপনেরা কি বুঝলেন? ভাইলোগ, ৭১-এ ঢাকায় একটা ক্র্যাক প্লাটুন গড়ে উঠছিল। সেই ক্র্যাক প্লাটুনের ট্র্যাকিংয়ে তটস্থ ছিল পাক বাহিনী। সেই ক্র্যাক প্লাটুন কিন্তু এখনও ভ্যানিশ হয় নাই।

তাহারা আমাদের সামনেই আছে। পার্থক্য হইল ৭১-এর ক্র্যাক প্লাটুনের ছেলেগুলো ছিল জিনিয়াস আর ২০১৩-এর ক্র্যাক প্লাটুনের ছেলেগুলো অন্য নামে হয়ে গেল সিরিয়াস। ৭১-এর ক্র্যাক প্লাটুনের ছেলেরা কর্মপরিকল্পনা নির্ধারণ করত সময় নিজেদের অবস্থান এবং প্রেক্ষাপট বিবেচনা করে। আর ১৩-এর ছেলেরা এখনও বুঝে নাই তাদের মাথার ভেতর দিয়া একটা পাচিল চক্র ইন্সটল হয়ে পোস্টিং শুরু করছে। প্রিয় বন্ধু, ভাই, স্বজন, নমস্য, শ্রদ্ধেয় প্রত্যেককে বলি- কেউ যদি বলে মুক্তিযুদ্ধ কারও বাপের সম্পত্তি না-- তাইলে তার সঙ্গে আমার যথেষ্ট দ্বিমত আছে।

কারণ আমি ভাবি মুক্তিযুদ্ধ আমার বাপের সম্পত্তি। আমার বাপ মুক্তিযোদ্ধা। আর তার উত্তরসূরি হিসেবে এখন এই সম্পত্তির অংশীদার এবং মালিক আমি নিজেও। আমি ভাবি- সেই চারলাখ বেজন্মা ছাড়া যারা (গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশে গৃহযুদ্ধের হুমকি দিছে) আর দেশের প্রতিটি মানুষই এই মুক্তিযুদ্ধ নামক সম্পত্তির অংশীদার। আর যাহারা ইহাকে বস্তুবাচক করিয়া সম্পত্তি বানাইয়া মুখে ফেনা তুলিয়া দালালি করিচ্ছন তাগরে কই (খুব খেয়ালে)- মুক্তিযুদ্ধ আমার বাপের এবং আমার সম্পত্তি এবং এই মুক্তিযুদ্ধ এই বাঙালির সম্পত্তি।

কিন্তু এইটা তগো সম্পত্তি না। ৭১-এ তোদের বাপেরা এর দালালি করছে পাকিদের সাথে, এখন তোরা এর দালালি করতেছিস জামাতিগ লগে আর লবিং করছিস দেয়াল টপকায়ে। কেবল বাংলা দেশের মানুষ না পৃথিবীর কোনও মানুষই তার ইতিহাসে কোনও দালালকে সম্মানিত করে নাই। আমরাও করি নাই। প্রগতিশীলের ধোয়া তুলিয়া যারা যদ্ধাপরাধীদের বাঁচাতে শাহবাগ আন্দোলনকারীদের সরকার বিরোধী আন্দোলনের সৈনিক করার করার জোর চেষ্টা চালাইতেছেন তাগরে কই- ওহে ফিটিং মালেরা সেই চেষ্টার খোঁজ খবর এখন উন্মোচিত হইয়া গেছে।

তাই সাবধান---সাবধান---নব্য রাজাকারেরা। খুব জোর গলায় জয় বাংলা বলার যোগ্যতা যার নাই সে আমার লোক না। খুব চিৎকারে *তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি* বলার যোগ্যতা যার নাই সে আমার বাংলার লোক না। বন্ধুরা এরা এই বাংলার নয়া রাজাকার। এরা দেশের সার্বভৌমত্ব লুণ্ঠন করার অপপ্রয়াসে লিপ্ত।

বন্ধুরা খুব সাবধান! ***খুব খেয়ালে। ***জয় বাংলা*** অনুগ্রহ করে যদি কেউ বলেন, কার সম্পত্তি আমাদের মুক্তিযুদ্ধ, খুব উপকৃত হই! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.