লিখতে পারি না, তাই চুপচাপ থাকি তিন মেয়ের সাথে ঘষা মজা অবস্থায় যেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন উনি হলেন খুনী আলবদর কামারুজ্জামানের পুত্র ওয়ামী। ১৯৭১ সালে কামারুজ্জামান ছিলেন জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘ-এর ময়মনসিংহ জেলার প্রধান। কামারুজ্জামানকে নরঘাতক হিসেবেই চেনেন বৃহত্তর ময়মনসিংহের মানুষ। তার বাছাধন ওয়ামী একসময় সামুব্লগে ব্লগিং করত। কিন্তু মুক্তিযোদ্ধাদের 'কুকুর' ডেকে কয়েক বছর আগে আমব্লগারদের তীব্র প্রতিবাদের মুখে সে ব্যান হয়। কিন্তু ফেসবুকে সে তার বাপের মতই দেশদ্রোহিতা অব্যাহত রেখেছে। মুখে এক কথা আর কাজে আরেক!! কোথায় যেন একটা ছবি দেখিয়াছিলাম সেখানে লেখা ছিল - নারী নেতৃত্ব হারাম, কিন্তু খালেদার আচলের পাশে আরাম !! * ফ্লিকারে তার সকল কুকীর্তির screenshot দেখতে এই লিঙ্কে যান ~ http://bit.ly/tpexri * উইকিপিডিয়াতে এই লেখার সত্যতা প্রমান পেতে এই লিঙ্কে যান ~ http://bit.ly/sQLT2U অবশ্য রাজাকারদের বীর্যের বিচ্ছু ছাগুগুলা বলিবে এই সব ফটোশপের কাজ ! তাদের জন্য ভিটামিন সি যুক্ত কাঠাল পাতার বিশাল সংগ্রহ রাখা হয়েছে। ইচ্ছা মত কাঠাল পাতা চিবাও আর আলবদর কামারুজ্জামানের পুত্র ওয়ামীর পন্থায় ধর্ম বেইচা ইসলাম কায়েম কর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।