অতপর, এডিক্টেড অরপি-র পরামর্শ অনুসারে ছাগু এক ঢিলে তিনটা কাডল পাতাই ছিড়তারলো। মানে- বাংলা খাইয়া, ঝাকানাকা কোমড় দুলাইয়া, আর জাতীয়তাবোধ সমুন্নত কইরা ছাগু আমরিকার ভিসা পাইলো। খুশিতে ম্যা ম্যা করতে করতে হে এডিক্টেড অরপিরে ফোন দেয়। ছাগু কয়, 'মুই তো আমরিকার ভিসা পাইয়া গেছি গা। অহন কি করি।
' অরপি কয়- 'ভিসা পাইছো ভালো কথা কিন্তু তোমার ঘাস খাওনের ব্যাপারটা মাথায় রাইখো। ' ছাগু কয়- 'কেন, আমরিকায় কি ঘাসের খুব অভাব?' অরপি কয়- 'হ, ওইহানে নাকি ঘাস একটু বড় অইলেই মেশিন দিয়া ঘ্যাচাং ঘ্যাচ কইরা দেয়। তহন তুমি তো হুকাইয়া মরবা। ' শুইনা ছাগু ম্যা ম্যা শুরু কইরা দেয়। অরপি কয়- 'আরে ছাগু আবার কান্দো ক্যান? উপায় একটা হইবো।
আমি ব্যবস্থা কইরা দিমুনে। ' অরপির ইচ্ছা হয় ছাগলটার পাছায় দুইটা লাথি মারনের, কিন্তু নিজেরে সংযত কইরা নেয়।
এরপর ছাগু আমরিকা যাওনের আগের দিন অরপির তরফ থেইকা গিফট আসে। উপরে লেখা থাকে- ছাগু তোমার মুশুকিল আসান কইরা দিছি। ভিতরে নির্দেশিকা পাইবা।
উহা ফলো করিলে কোন সমস্যায় পড়িবা না। ছাগু খুশিতে ডগমগ করিতে থাকে। আমরিকা যাওনের দিন এয়ারপোর্টে ছাগু কি মনে কইরা যেন অরপি-র দেয়া প্যাকেটটা খুলে। ছাগু দেখে খুব সুন্দর কিছু কচি ঘাস আর এক প্যাকেট কাডলের বীজ। ছাগু ফোন দেয় অরপিরে।
'এইডা কি দিলেন?' 'ক্যান নির্দেশিকা পড়ো নাই?' অরপি জিগায়। ছাগু কয়- 'হ পড়ছি, কিন্তু এইডা তো বিদেশী ঘাস, নাম দেখি ন্যাপিয়ার। আমার জাতীয়তাবোধ তো গেল গা। ম্যা ম্যা ম্যা ... । ' অরপি কয়- 'আরে ছাগু, তুমি আমরেকিা যাইয়া বাংলা ঘাস পাইবা কেমনে? তোমারে বিদেশী ঘাসই চিবাইতে হইবো।
দেশে থাকতে বাংলা খাইবা, বিদেশে গিয়া বিলাতী খাইবা, এইটাই নিয়ম। ' ছাগু আবার ম্যা ম্যা করে- 'ভাইজান ঘাসটা হালাল তো। ' অরপি কয়- 'হ হালাল, আর মনে সন্দেহ থাকলে তওবা কইরা ফালাইবা, বাংলা খাইয়া যেরম করছিলা। এবার তোমার ম্যা ম্যা বন্ধ করো। ' ছাগু এইবার তিন ঠ্যাং উচাঁ কইরা লাফ দেয়, ' ইয়াহু' কইরা।
অরপি ফোনটা অফ কইরা দেয়, 'ভুদাই' কইয়া মনে মনে গাল পাড়ে। ছাগু খুশিতে লাফাইতে থাকে, আমরিকা যাওনের খুশিতে। আর অরপি গোল্ডেন টাকিলা নিয়া বসে দেশ একটা রামছাগল মু্ক্ত হওনের দিনটারে সেলিব্রেট করতে।
*** এই পোস্ট পড়নের আগে "ছাগুর জাতীয়তাবোধ" পোস্টটা পইড়া লইতে হইবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।