আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... যখন আমার শন্দ গুলো কথা বলে পরিবর্তনের তখন আমি হয়ে উঠি এক জীবন্ত আগ্নেয়াস্ত্র যার আঘাতে মৃত্যু হয় হাজার পাপের যে পাপ বয়ে বেরিয়েছেন আমার পুর্ব পুরুষ। সে তো তাদের জন্ম জন্মান্তরের পাপ যা সংক্রামিত করেছিলো আমাদের শুন্য মস্তিষ্কের মাঝে বাস করা নরকের কীট গুলোকে যাদের মাঝে বয়ে বেড়াচ্ছি লক্ষ বছরের পশুত্ত্বের নিউরন যে পাশুর আঘাতে আজ ক্ষতবিক্ষত আমার দেশ, ক্ষতিবিক্ষত আমার সমাজ, নিষ্পেষিত আমার বন্ধু – ভাই । সেখান থেকে আমি বদলে দিয়েছি ইতিহাস আজ আর সোনার বাংলা নয় আজ গাইবো শিকল পড়ার গান দাসত্ত্ব যে আমাদের মাঝে গেথে গেছে আজ আমি বলতে পারি না রুখে দাও সব শুয়রদের। কারণ আমার পাপ আবার আমায় ঘিরে ধরতে চায় বারেবার বার বার আমি বন্দি হই সে পাপের বেড়াজালে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।