পাপ করি
কিছু পাপ রেখে দেই করার জন্য
আমার আজন্ম পাপ
আমি আমি করে একটা দুনিয়া
এ এক নতুন জাহেলিয়াত।
না, জন্মেই পাপ করিনি, দেখেছি
নি:স্পাপ এক সন্তান
আমি, সে- মানুষ।
আজন্ম পাপ মানে পাপের পাহাড়
অ্যভারেস্ট জয় করিনি
বানিয়েছি পাপের অ্যাভারেস্ট, তার চেয়েও বেশি
বড় হতে হতে দেখতে শিখিনি অন্ধ হয়েছি
বড় হতে হতে বুঝতে শিখিনি, নির্বোধ আমি
অজ্ঞতার সাগরে হাবুডুবু খেয়ে
ভালকে মন্দ বলি মন্দকে জাপটে ধরি ভাল বলে
আমার চোখও আছে!
আমার মাথার মগজের সুড়্গ ধমনীতে প্রবাহিত তাজা রক্ত
আমি মানুষ!
পাপ করি
কিছু পাপ রেখে দেই করার জন্য
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।