আমাদের কথা খুঁজে নিন

   

মাহের জেইনের গান ইয়া নবী সালাম আলাইকা -র মিউজিক ভিডিও

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] ইয়া নবী সালাম আলাইকা মাহের জেইনের একটি অসাধারাণ গান। মিশরের সবচাইতে বড় মিউজিক রেডিও স্টেশন Nujoom FM আয়োজিত সংগীত প্রতিযোগিতায় মাহেরের গান ইয়া নবী সালাম আলাইকা ২০০৯ সালের শ্রেষ্ঠ সংগীতের খেতাব জিতে নেয়। সেখানে তিনি পেছনে ফেলেন হুসেইন আল জিসমী, সামী ইউসুফদের মত তারকাদের।

আমি এর আগে মাহের জেইন সম্পর্কে একটি পোস্ট করেছিলাম যাতে এই গানটির অডিও ইউটিউব থেকে শেয়ার করেছিলাম। তখনো এর মিউজিক ভিডিও রিলিজ হয়নি। গত আগস্টে ইসলামিক মিডিয়া প্রতিষ্ঠান www.awakeningrecords.org ইয়া নবী সালাম আলাইকা -র মিউজিক ভিডিও অফিসিয়ালী রিলিজ করে। অসাধারণ একটি গান। আমার মতে এটি মুসলিম বিশ্বের জাতীয় সংগীত হওয়া উচিত।

আমি গানটির তিনটি ভার্সন ইউটিউবে পেয়েছি। তিনটি ভার্সনই শেয়ার করলাম। আন্তর্জাতিক ভার্সন আরবী ভার্সন তুর্কী ভার্সন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।