এতদিন পর্যন্ত সমগ্র বিশ্বে সবচাইতে বড় তারকা ছিলেন সামি ইউসুফ । যারা ইসলামী সংগীত পছন্দ করেন তাদের জন্য সামী ইউসুফ সম্পূর্ণ একটি নতুন দিক উন্মোচন করেছিলেন। সামী ইউসুফ তার অসাধারন গায়কী, সুরের যাদুতে বিশ্বের লাখো ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এরমধ্যে তুরস্কে তার কনসার্টে দুই লক্ষ পঞ্চাশ হাজার লোকের সমাগম তার জনপ্রিয়তাকে প্রমাণ করে। তার মিউজিক ভিডিও "ইউ কেইম টু মি" ইউটিউবে ২ মিলিয়নের বেশি হিট হয়েছে।
লন্ডনের রোইম্পটন ইউনিভার্সিটি তাকে প্রদান করে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। একদশক ধরে সামী ইউসুফ একাই ছিলেন ইসলামী সংগীত অনুরাগীদের ভরসা।
এছাড়া আরো অনেক গায়ক আলোড়ন তুললেও সাম্প্রতিক বছরে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছেন মাহের জেইন। লেবানন বংশোদ্ভুত এই শিল্পী অ্যারোনটিকাল ইন্জিনিয়ার হওয়া সত্ত্বেও গানে সবাইকে মাতাচ্ছেন। ইসলামী সংগীতের ভুবনে পা দেওয়া আগে কাজ করেছেন লেডী গাগা, রেডওয়ান, কেট ডেলুনা, মাইকেল জ্যাকসনদের সাথে।
কিন্তু মুসলিম এই পরিচয় তার ভেতরে কাজ করায় তিনি সে অংগন ছেড়ে যোগ দেন ইসলামী সংগীতের ভুবনে।
২০০৯ সালে তার প্র্রথম অ্যালবাম রিলিজ পায়। অ্যামাজানের ওয়ার্ল্ড মিউজিক চার্টে এক নম্বরে পৌছায় তার সে অ্যালবাম। আর এন্ড বি এর টপ টেন এ স্থান করে নেয় তার অ্যালবাম।
২০১০ সালে মিশরের সবচাইতে বড় মিউজিক রেডিও স্টেশনে তার নাতে রাসূল সা. ইয়া নবী সালাম আলাইকা শীর্ষস্থান অধিকার করে।
সেখানে তিনি পেছনে ফেলেন সামী ইউসুফদের মত তারকাদের।
বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করছেন এই নতুন তারকা।
http://www.youtube.com/watch?v=foSbqLi6U10
http://www.youtube.com/watch?v=QbICjWI7Vrw
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।