আমাদের কথা খুঁজে নিন

   

প্লুটো গ্রহে প্রাণ থাকতেও পারে !!

:( এখনো ওয়াচে সম্প্রতি মহাকাশ গবেষকেরা প্লুটো গ্রহের উপরিভাগে জৈব অণুর উপস্থিতির প্রমাণ পেয়েছেন বলে দাবি করেছেন। মহাকাশবিষয়ক ওয়েবসাইট স্পেস ডটকমে এ তথ্য জানানো হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, হাবল স্পেস টেলিস্কোপে তাঁরা প্লুটো গ্রহের শীতল উপরিভাগে জটিল জৈব অণুর অস্তিত্বের সন্ধান পেয়েছেন। কার্বন-সমৃদ্ধ এ অণুই জীবনের উত্স হিসেবে কাজ করে। মহাকাশ পর্যবেক্ষকেরা দাবি করেছেন, প্লুটোর উপরিভাগে এমন কিছু বস্তু রয়েছে, যা সূর্যের অতি বেগুনি রশ্মিকে প্রত্যাশার চেয়েও বেশি হারে শুষে নেয়। তাদের কাছে এ বিষয়টিই এমন ধারণার জন্ম দিয়েছে যে সেখানে জৈব অণুর উপস্থিতি রয়েছে। গবেষকদের ধারণা, প্লুটোর উপরিভাগে হাইড্রোকার্বন বা নাইট্রোজেন সমৃদ্ধ জৈব অণু রয়েছে। ক্ষুদ্রাকৃতির এই গ্রহটির উপরিভাগ বরফের সুবিশাল ক্ষেত্র হিসেবেই পরিচিত। প্লুটো সম্পর্কে নতুন এই তথ্যকে গবেষকেরা উদ্দীপনামূলক আবিষ্কার বলে অভিহিত করেছেন। সুত্রঃ ১ ম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।