আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে গেলো প্লুটো

হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।

সৌরজগতের সবচেয়ে ছোট ও আদরের গ্রহ প্লুটো এখন আর গ্রহ নয়। গত বৃহষ্পতি বার 24/08/2006ইং তারিখে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে বিশ্বের শীর্ষ স্থানীয় জ্যোতিবিজ্ঞানীদের এক সাধারন সম্মেলনে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনামিক ইউনিয়ন (আই.এ.ইউ) আয়োজিত এ সম্মেলনে প্রায় 2500 জন জ্যোতিবিজ্ঞানী যোগদান করেন।

এই সম্মেলনে উপস্থিত জ্যোতিবিজ্ঞানীদের ভোটাভুটির মাধ্যমে প্লুটো'র গ্রহের মর্যাদা কেড়ে নেওয়া হয়। 1930 সালে মার্কিন বিজ্ঞানী কাইভ টমবাগ প্লুটো আবিষ্কার করেন। সৌরজগতের 9ম গ্রহ প্লুটো'র আকার খুব ছোট হওয়ার কারনে শুরু থেকেই এটাকে গ্রহ হিসাবে স্বীকৃতি প্রদানে বিতর্ক চলছিল। উক্ত সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে এ বির্তেকর অবসান হয়। উল্লেখ্য প্লুটোর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দুরুত্ব মাত্র 2360 কিমি।

সূত্র ঃ দৈনিক প্রথম আলো, তাং-25/08/2006ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.