আমাদের কথা খুঁজে নিন

   

Spirit Of A Warrior

যুদ্ধ প্রান্তরের শেষ সীমায়, যতদূর আমার চোখ যায়, যতদূর পর্যন্ত আমি আহত আর মৃত দেহ গুলো দেখতে পাই, ততদূর আমি যেতে চাই! হয়তো আমার দরকার আকন্ঠ পানি, দগদগে ঘাঁ গুলোতে দরকার সালফার, বিষম জ্বালা আমার সারা দেহে, তবুও আমি এর শেষ দেখতে চাই! যুদ্ধ পালটে দেয় ইতিহাস। পাহাড়ের গায়ে কিংবা জাদুঘরের তাম্রলিপিতে লেখা থাকে যোদ্ধার নাম। আমি হতে চাই তেমন এক যোদ্ধা! বাঁচতে চাই আরো কয়েকটা যুদ্ধ করব বলে! আমার নির্দেশে রক্ত-রঞ্জিত হবে অন্য দেশের মাটি, আমার সামনে মাথা নোয়াবে পরাজিত সেনাপতি, আমার হাতে সৃষ্টি হবে ইতিহাস! আমি ইউলিসিস! আমি কাইজার! আমি আলেক্সান্ডার! আমি আওরঙ্গজেব! হে নিয়তি, তোমার খেলা তুমি অন্য কখনো খেল। আমার সব প্রতিজ্ঞা আজ তরবারীর আগায়, কিংবা পারমাণবিক বোমায়। আমাকে বাঁচতে হবে! আমি কালজয়ী যোদ্ধা হব! হব ইতিহাসের পাতায় কেউ একজন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।