আমাদের কথা খুঁজে নিন

   

ইমাম হুসাইন (আ.) এর আযাদারদের উপর হামলা : ২৩ ব্যক্তি আহত

Student : B.Sc in EEE আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপর উগ্র সালাফী ও ওয়াহাবীদের হামলার ধারবাহিকতায়, হযরত আবা আব্দিল্লাহিল হুসাইন (আ.) এর আযাদাররা (শোকার্তরা) পাকিস্তানের লাহোর ও করাচী শহরে ভাড়াটে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। ইমাম হুসাইন (আ.) এর শোকে শোকার্ত শিয়া মুসলমানরা লাহোরে অবস্থিত পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘হুসাইন ডে’ নামক একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সমবেত হয়েছিল। এ অবস্থায় তারা সন্ত্রাসীদের হামলার শিকার হয়। উক্ত হামলায় ২০ ব্যক্তি আহত হয়েছে। ‘হুসাইন ডে’ শীর্ষক এ অনুষ্ঠান পাকিস্তানের ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন (ISO) পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজন করেছিল।

অংশগ্রহণকারীগণ অনুষ্ঠানের স্থানে প্রবেশের সময় তাদের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের সংখ্যা ৩০০ জন ছিল এবং তারা ধারালো অস্ত্র বহন করছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সন্ত্রাসীরা হঠাৎ হামলা ও মারপিট শুরু করে এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উপর চড়াও হয়। সন্ত্রাসীদের হামলায় আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে, এহেন পরিস্থিতিতে বিপরীতে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ্রাসীদের প্রতিহত করতে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে আহতদের একজনের অবস্থা আশংকা জনক। এদিকে করাচীতে লাশকারে ঝাঙ্গাভী ও সিপাহে সাহাবা’র সাথে সম্পৃক্ত অজ্ঞাত ব্যক্তিরা ইমাম হুসাইন (আ.) এর স্মরণে আয়োজিত শোক মিছিলে হামলা চালিয়েছে। উক্ত হামলায় ৩ ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। গতরাতে ইমাম যয়নুল আবেদিন (আ.) এর পবিত্র শাহাদত বার্ষিকীতে করাচীর ফয়সাল অঞ্চল হতে একটি শোক মিছিল বের হয়। উক্ত মিছিলে সন্ত্রাসীদের হামলায় ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

এ হামলার পর করাচী’র নিরাপত্তা ও শান্তিরক্ষী বাহিনী’র সদস্যরা দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করে। সন্ত্রাসীদের উক্ত হামলার পর শোক মিছিলে অংশগ্রহণকারী মিছিল ত্যাগ না করে আরো উদ্দোমে আযাদারী করতে থাকে এবং মিছিলে এগিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, পাকিস্তানের শিয়া বিরোধী সন্ত্রাসী দল লাশকারে ঝাঙ্গাভী, বারংবার এদেশের বিভিন্ন অঞ্চলে ইমাম হুসাইন (আ.) এর আযাদারদের উপর হামলা চালালেও পাকিস্তান সরকার এদের নিষিদ্ধ এ দলটির বিরুদ্ধে কোন কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হয় নি http://abna.ir/data.asp?lang=11&id=285803 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.