আমাদের কথা খুঁজে নিন

   

উদ্যমী তারুণ্যের স্রোতের বিপরীতে গড়া একটি স্বপ্নের নাম "সহায়"

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর দুস্থ এবং পথশিশুদের জন্য করা আমাদের স্কুল Sohay Ctg এর বাচ্চাদের জন্য আয়োজন করা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং বনভোজন এর ছবি নিয়ে পোস্টঃ মুল ব্যানার চারিদিকে উৎসব আর আনন্দ অনুষ্ঠানের ফাঁকে কিছু দুষ্ট বান্দর গাছে চড়েছে দ্রুততম মানব হতে রেডি উসাইন বোল্ট-আসাফা পাওয়েল এর ছেলেরা। দ্রুততম মানবীর সাথে কোচকে দেখা যাচ্ছে কঠঠিন লড়াই এ অবতীর্ন তিন সেয়ানা মুরগা নকিব এবং শুভ...প্রমিজিং ইয়াংস্টার দ্রুততম মানবের সাথে টিম লিডার পুরস্কার হাতে বাচ্চারা রান্না প্রস্তুত বাংলাদশের কোটি তরুণ-তরুণীর মাঝে হাতে গোনা একদল উদ্যমী তরুণের স্রোতের বিপরীতে গড়া একটি স্বপ্নের নাম "সহায়" যেটিকে অনেকে "আশ্রয়" নামেই চিনে। স্বপ্নবাজ এসব তারুণ্যের একমাত্র চাওয়া সমাজের সুবিধা বঞ্চিত বিশেষ করে শিশুদের জন্য কিছু একটা করা। তারই ধারাবাহিকতায় ঢাকা এবং চট্টগ্রামে এসব তরুণ-তরুণী গড়ে তোলে সমাজে মৌলিক সুবিধা বঞ্চিত দুস্থ-অসহায় শিশুদের জন্য স্কুল। আর চট্টগ্রামে গড়ে তোলা স্কুলের সমাপনী পরীক্ষা এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা উপলক্ষ্য আজকে আয়োজন করা হয় এই স্টাডি ট্যুর পোগ্রামটি। সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সমুদ্রপাড়ে আজকে তারুণ্য যে প্রত্যয় দেখিয়েছে তাতে বলতে পারি বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই। ইনশাল্লাহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।