আওয়ামিলিগ দেশ ধংসের চেষ্টায় সফল, আওয়ামিলিগ অর্থনীতিকে ধংস করতে সফল, আওয়ামিলিগ বেঙ্ক রিজার্ব খালি করতে সফল | যাক এসব বলে লাভে নাই কারণ আওয়ামিলিগ অনেক কিছুতেই সফল...............| মূল কথা হলো এই আওয়ামিলিগ যে তার প্রভুর সার্থে তিস্তা নদী ধংস করে দিল কেও কিছু বলছেনা কেন ? কোথায় আমাদের দেশ প্রেমিক পরিবেশ বাদীরা ? কোথায় আমাদের দেশ প্রেমিক রাজনীতিবিদরা ? কোথায় আমাদের দেশ প্রেমিক জার্নালিস্টরা? আমি তো কাউকে তিস্তা নিয়া কথা বলতে শুনিনি | আপনারা কেউ কি শুনেছেন ? আওয়ামিলিগ তার দোসরদের সার্থে দেশের একটা অঞ্চলকে ধংসের দিকে ঠেলে দিচ্ছে, তা নিয়া তো প্রধান বিরোধীদল বি এন পি ও কিছু বলছেনা | আওয়ামিলিগ, বি এন পি তাদের নিজেদের সার্থে কি করতে পারে আমরা সবাই তা দেখেছি, কিন্তু দেশের সার্থে তারা সবাই অন্ধ, কিছুই দেখেনা | আজ তারেক জিয়ার কিছু হলে সারাদেশে আমরাই বি এন পির ইসরায় দেশকে অচল করে দিব | কিন্তু দেশের সার্থে কি আমাদের নদীর মাজের ওই বাদটা ধংস করার ইচ্ছা হয় না | আজ আমার মনে হয় আওয়ামিলিগ / বি এন পিএ দেশের বড় দুশমন | এরা মানুষকে সপ্ন দেখায় নিজের পেট ভরার জন্য |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।