আমাদের কথা খুঁজে নিন

   

আমি চিত্‍কার--- করেছি বারবার---

আমি চিত্‍কার,করেছি বারংবার একটি বিষয়ে, সব শক্তি আজ নিষ্পেষিত,গলাকাঁটা স্বর! কার্তুজ এর মত অবহেলায়,নিথর পড়ে, শব্দরাজি স্থবির। নিস্তব্দ,বুকফাটা হুংকার। শেষ বিকেল,চিন্তিত বদন,থমথমে পরিবেশ, সপ্নকে উড়াই ঘুড়ির সাথে,মুক্ত আকাশ, ল্যাঠাই অন্য হাতে,থমকে যাওয়া নিরঙ্কুশ ভাবনা। গলাফেটে রক্ত,কফমেশানো তাতে,বিষাক্ত। মৌলিকতার নামে কৃত্রিমতার বহিঃপ্রকাশ, প্রতিবাদ শূন্যের সাথে,অসামাপ্ত খাতায়, সত্যকে মিথ্যা,রুপান্তরে কুয়াশা,ধোঁয়াশা চারদিক।

চেরাগ একটি,নিভো নিভো স্থির কালো রাত্রি, তেলের বড় অভাব,স্বার্থের টানে সকালকে রক্ত জড়িয়ে খুন। ঢাকা পড়ে রক্তে,দীর্ঘ হতে থাকে রাত্রির দৈর্ঘ্য। স্বার্থউন্মেষী কালোটাকায় গড়ে চলে স্বপ্ন বিহার। প্রতিবাদী গলা,কন্ঠ নালী,ছিঁড়ে ফেটে চৌচির। শব্দ মঞ্জরী তাতেই স্থবীর,নিষিদ্ব হয় আবার! ধুকে ধুকে মরে,বুট জুতার তালে,বাবুসাহেবের আদেশ একে একে ধ্বংস,অত্যচার নৃশংস,ভেঙ্গে পড়ে সত্য প্রাচীর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।