আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাডাম খালেদা! আপনি কি বিত্তহীনদের চিত্‍কার শুনতে পান?

আজকে বিকেলে যখন খেলা শেষে মাঠ থেকে বাড়িতে আসতেছিলাম তখন রাস্তার মোড়ে দাঁড়ানো এক রিকশাচালক বলতেছিল,"বাবা কালকেও কি হরতাল দিছে?" আমি বললাম,"আগামীকাল তো সরকারি ছুটি। হরতাল দিবে না। তবে পরের দিনেরটা জানি না এখনও। " "আচ্ছা বাবা,ঐ ইলিয়াস না কে জানি কে হারায়ছে;উনারে না পাইলে খালেদা কি হরতাল দিতে থাকব?আমরা গরীব মানুষ,হরতালে কি আমাদের চুলায় আগুন জ্বলবে না?" আমি জবাবে কিছু বলতেই পারলাম না। বাসার দিকে হাঁটা দিলাম।

ঐ রিকশায়ালা চাচার জবাবটা কি ম্যাডাম খালেদা দিতে পারবেন?পারবেন কি ফখরুল সাহেব দিতে? ম্যাডাম খালেদা,আপনি কি শুধু আপনার দলের এক নেতার কথা চিন্তা করবেন না কি আপনার দেশের বিত্তহীনদের কথা চিন্তা করবেন?আপনার প্রিয় রাজনৈতিক সহচর ফিরে আসুক এটা আমরা চাই। তাই বলে এটাকে পুঁজি করে আর কতদিন হরতাল দিবেন?আর কতদিন ঐ রিকশায়ালার মত গরীবদের ঘরের উনুনে জ্বলবে না?দয়া করে বলবেন কি? হরতাল হলে আপনার তো কোন ক্ষতি হয় না। আপনি এসি রুমে বসে কাচ্চি,বিরিয়ানি খাবেন। আপনার নেতারা প্যাকেট বিরিয়ানি খাবেন। কিন্তু ঐ বিত্তহীনদের ঘরে বিরিয়ানি কে পৌঁছে দিবে? ম্যাডাম খালেদা আপনি না বলেছিলেন, বিরোধী দলে গেলে হরতাল দিবেন না (অবশ্য হাসিনা ম্যাডামও বলেছিল,কিন্তু কথা রাখেন নি)।

আপনিও কথা রাখলেন না। কথা রাখবেন তা কখন আপনি? আপনি না বলেন,আপনারা জনগণের জন্য রাজনীতি করেন। তা ম্যাডাম খালেদা,বিত্তহীনরা যখন হরতালে আর্তচিত্‍কার করে তখন কোথায় থাকে আপনার "জনগণের জন্য রাজনীতি?" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.